সীমান্তে নজরদারি করতে উপগ্রহ উৎক্ষেপণ করছে ভারত

সীমান্তে নজরদারি করতে উপগ্রহ উৎক্ষেপণ করছে ভারত
অনলাইন ডেস্ক : ভারত সীমান্তে বিশেষ নজরদারি বাড়ানো লক্ষ্যে জিআইএসএটি-ওয়ান নামে একটি কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠাচ্ছে। আগামী ২৮ মার্চ অন্ধ্রের শ্রীহরিকোটা থেকে এই উপগ্রহটি উৎক্ষেপণ করা। যার নাম জিআইএসএটি-ওয়ান। জিএসএলভি-এফ১০ রকেটে চড়ে এই উপগ্রহ পাড়ি দেবে মহাকাশে। একইসঙ্গে এই উপগ্রহটি যেকোনো প্রাকৃতিক বিপর্যয়েও নজর রাখতে পারবে।
এনিয়ে সংবাদমাধ্যমে ইসরোর (ISRO) এক কর্মকর্তা বলেন, আগামী ২৮ মার্চ একটি জিও ইমেজিং স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে। এটিকে স্থাপন করা হবে ৩৬ হাজার কিলোমিটার দূরের কক্ষপথে।উপগ্রহটি ভারতের পক্ষে একটি গেম চেঞ্জার হবে বলে মন্তব্য করেছেন ইসরোর ওই কর্মকর্তা। এতে থাকবে একটি হাই রেজোলিউশন ক্যামেরা। সীমান্ত ছাড়াও গোটা দেশের উপরেই এটি নজর রাখবে।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

সারা দেশে ‘হিট স্ট্রোকে’ ৮ জনের মৃত্যু

কারাগারেও মাদকের আখড়া