মেয়াদোত্তীর্ণ বেবি লোশন বিক্রি করায় ২০ হাজার টাকা জরিমানা

মেয়াদোত্তীর্ণ বেবি লোশন বিক্রি করায় ২০ হাজার টাকা জরিমানা
 চট্টগ্রাম প্রতিনিধি: মেয়াদোত্তীর্ণ ‘অ্যাভেনো বেবি লোশন’ বিক্রির জন্য রাখায় নগরের ওয়াসা মোড়ের মুনতাসির টাওয়ারের বেবি টাউন নামের একটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।  বৃহস্পতিবার (৪ মার্চ) চট্টগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম ও মো. জিল্লুর রহমান এ অভিযানে নেতৃত্ব দেন।বিএসটিআইয়ের সহকারী পরিচালক মো. মোস্তাক আহমদ  জানান, জেলা প্রশাসন ও বিএসটিআই চট্টগ্রামের যৌথ উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। এ সময় বেবি টাউনে মেয়াদোত্তীর্ণ বেবি লোশন পাওয়া যায়। এ ছাড়া কাজীর দেউড়ির সিজেকেএস মার্কেটের কুপার্সে (গুইবারা বেকারি) ফিট ফুড হানি রোস্টেড অ্যালমন্ড উইথ সিডস পণ্যের মোড়কজাত নিবন্ধন সনদ না থাকায়  ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন,২০১৮’ অনুযায়ী প্রতিষ্ঠানের দুটির বিরুদ্ধে অভিযোগনামা দায়ের করা হয়। প্রতিষ্ঠান দুইটিকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়।অভিযানে বিএসটিআই চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পক্ষে প্রসিকিউশন অফিসার ছিলেন ইন্সপেক্টর (মেট) মো. মুকুল মৃধা।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

সারা দেশে ‘হিট স্ট্রোকে’ ৮ জনের মৃত্যু

কারাগারেও মাদকের আখড়া