ঢাকার নদীগুলোর নাব্যতা ফেরানোর কার্যক্রম চলছে: তাপস

ঢাকার নদীগুলোর নাব্যতা ফেরানোর কার্যক্রম চলছে: তাপস

নিজস্ব প্রতিবেদক :  ঢাকার পাশ দিয়ে বয়ে চলা বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষ্যা এবং বালু নদীর নাব্যতা ফেরানোর কার্যক্রম চলছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। গতকাল বুধবার দুপুর দেড়টার দিকে রাজধানীর মতিঝিলের সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টার সংলগ্ন মাঠ পরিদর্শন শেষে তিনি একথা বলেন। মেয়র বলেন, নদীর নাব্যতা বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চপর্যায়ের একটি কমিটি কাজ করছে। স্থানীয় সরকারের মন্ত্রী এই কমিটির সভাপতি। নৌপরিবহন প্রতিমন্ত্রীও এ কমিটির সদস্য। ইতোমধ্যে আমাদের দুটো মিটিং হয়ে গেছে। ঢাকা শহরের পাশ দিয়ে প্রবাহিত নদীগুলো (বুড়িগঙ্গা, তুরাগ, বালু এবং শীতলক্ষ্যা) যেন নাব্যতা পরিপূর্ণ ভাবে ফিরে পায়, সেই বিষয়ে কার্যক্রম নেওয়া হচ্ছে। ডিএসসিসি মেয়র বলেন, খালগুলো থেকে পানি নিষ্কাশন হয়ে নদীগুলোতে যাচ্ছে। আমরা আজকে বালুনদী পরিদর্শন করেছি, রামপুরা এবং জিরানী খাল হয়ে পানি বালু নদীতে প্রবাহিত হয়। বালু নদীও কিন্তু ভরাট হয়ে যাচ্ছে। রামপুরা খালের একটি বড় অংশ ভরাট হয়ে গেছে। এর ফলে পানি প্রবাহ সঠিক নেই। আমরা খালের ভেতরে পরিষ্কার করলেও পানির প্রবাহ ঠিক না থাকলে পানি সঠিকভাবে নিষ্কাশিত হবে না। সামগ্রিক বিষয়গুলো আমরা পরিকল্পনার আওতায় আনছি এবং ব্যাপক কার্যক্রম চলছে।
গৃহায়ন প্রকল্প-হাউজিং প্রজেক্ট বন্ধের নির্দেশ: এদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অনুমতি ছাড়া গড়ে ওঠা সব ‘গৃহায়ন প্রকল্প-হাউজিং প্রজেক্ট’ বন্ধের নির্দেশ দিয়েছেন সংস্থাটির মেয়র শেখ ফজলে নূর তাপস। গতকাল বুধবার ডিএসসিসির ৭৫ নম্বর ওয়ার্ডের ফকিরখালী সরেজমিনে পরিদর্শনে গিয়ে তিনি এই নির্দেশ দেন। ডিএসসিসি মেয়র সাংবাদিকদের বলেন, নগরে অপরিকল্পিতভাবে বিভিন্ন গৃহায়ন প্রকল্প এবং হাউজিং প্রজেক্ট গড়ে উঠছে। এসব প্রকল্প বাস্তবায়নের আগে ডিএসসিসির সঙ্গে কোনো সমন্বয় করা হচ্ছে না। অবিলম্বে এসব প্রকল্প বন্ধ করতে হবে।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

সারা দেশে ‘হিট স্ট্রোকে’ ৮ জনের মৃত্যু

কারাগারেও মাদকের আখড়া