মন্ত্রী মোস্তাফা জব্বারের ভাই মারা গেছেন

মন্ত্রী মোস্তাফা জব্বারের ভাই মারা গেছেন
ঢাকা: নেত্রকোনার খালিয়াজুরি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া জব্বার মারা গেছেন। তিনি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের ছোট ভাই।মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) ভোর ৩টা ২০ মিনিটে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের জনসংযোগ কর্মকর্তা ম. শেফায়েত হোসেন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় কিবরিয়া জব্বারের মুত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। মন্ত্রণালয় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছে এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছে।কিবরিয়া জব্বার ১৯৫৪ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার চরচারতলা গ্রামের নানার বাড়িতে জন্মগ্রহণ করেন। ১৯৭২ থেকে ১৯৭৮ সাল পর্যন্ত খালিয়াজুরি আওয়ামী লীগের সভাপতি বাবা আবদুল জব্বারের সুযোগ্য উত্তরসূরি হিসেবে কিবরিয়া জব্বার নিজেকে গত ২২ বছর খালিয়াজুরির আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আওয়ামী লীগের রাজনীতির মধ্যমনি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। এরই ধারাবাহিকতায় তিনি খালিয়াজুরি উপজেলা পরিষদের দুই দুই বার বিপুল ভোটে নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এলাকার মূলধারার রাজনীতির সুত্রে বাবা মরহুম আবদুল জব্বারের পারিবারিক বন্ধু বঙ্গবন্ধু সরকারের সাবেক খাদ্যমন্ত্রী ও সংসদ সদস্য আবদুল মোমেন এবং পরবর্তিতে সংসদ সদস্য রেবেকা মুমিনের অত্যন্ত ঘনিষ্ট জন হিসেবে খালিয়াজুরি উপজেলা আওয়ামী লীগের রাজনীতিতে এক নক্ষত্র হিসেবে কিবরিয়া জব্বারের আবির্ভাব ছিল স্থানীয় মানুষের অতি প্রিয় আপনজন হিসেবে। এ পরিবারের হাত ধরেই পশ্চাৎপদতা থেকে খালিয়াজুরিকে উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠায় তার ভূমিকা ছিল অবিস্মরণীয়।কিবরিয়া জব্বার নটরডেম থেকে স্নাতক ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করে নিজেকে ঐতিহ্যবাহী জব্বার পরিবারের যোগ্য রাজনৈতিক উত্তরসূরি গোলাম কিবরিয়া জব্বার এক ছেলে ও দুই মেয়ের বাবা।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

বাকেরগঞ্জে বিদ্যুৎ স্পর্শ হয়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু

মাদারীপুরে সুশাসন প্রতিষ্ঠার নিমিত্ত অংশীজনের (Stakeholders) অংশগ্রহণে মতবিনিময় সভা