শান্তিপূর্ণ সমাজ গঠনে তরুণ প্রজন্মকে কাজে লাগানের আহ্বান

শান্তিপূর্ণ সমাজ গঠনে তরুণ প্রজন্মকে কাজে লাগানের আহ্বান
রাজশাহী: বাংলাদেশে শান্তিপূর্ণ সমাজ গঠনে পুলিশের সঙ্গে তরুণ প্রজন্মের শিক্ষার্থীদেরও কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন আমেরিকান দূতাবাসের ইনফরমেশন সাপোর্ট টিমের পরিচালক কেভিন কুনানান।  তিনি বলেন,  যুবশক্তিই পারে একটি দেশের চিত্র পাল্টে দিতে।
এজন্যই উগ্রবাদীরা উঠতি তরুণদের টার্গেট করে কথিত জিহাদের নামে সন্ত্রাসবাদে উদ্বুদ্ধ করে থাকে। বাংলাদেশের তরুণরাই পারে এই উগ্রবাদের বিরুদ্ধে শান্তি প্রতিষ্ঠা করতে। এজন্য আইনশৃঙ্খলা বাহিনীর সহায়ক শক্তি হিসেবে কাজে লাগতে পারে তারা।বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহী মহানগরীর একটি রেস্তরাঁয় ‘স্টুডেন্ট লিডারশিপ ডেভেলপমেন্ট’ বিষয়ে অনুষ্ঠিত এক কর্মশালায় তিনি এসব কথা বলেন।অনুষ্ঠানে কুনানান আশা প্রকাশ করেন, এই ওয়ার্কশপ পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি তারা সমাজ উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করবে ও অন্যদেরকেও উদ্বুদ্ধ করবে।  আমেরিকান দূতাবাসের ইনফরমেশন সাপোর্ট টিমের সহায়তায় বেসরকারি সংস্থা বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামস (বিসিসিপি) এই কর্মশালার আয়োজন করে।কর্মশালায় অংশগ্রহণকারীদের মধ্যে অনেকেই নিজেদের অভিজ্ঞতার কথা উল্লেখ করে জানান, এই কর্মসূচি বাস্তবায়নের ফলে তারা উগ্রবাদ ও সহিংসতার ভয়াবহতা সম্পর্কে অবগত হয়েছেন। ফলে অনেককেই উগ্রবাদ থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতেও সহযোগিতা করেছেন। তাই এ কর্মসূচি আগামীতে অব্যাহত রাখার আহ্বান জানান তারা।অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. মো. রফিকুল ইসলাম শেখ, বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামস (বিসিসিপি)’র পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান, এসএলডিডব্লু’র টিমলিডার মেহের আফরোজ ও সহকারী পরিচালক (প্রশিক্ষণ) বাদল হালদার। ওয়ার্কশপে রাজশাহী বিশ্ববিদ্যালয়, রুয়েট ও রাজশাহী কলেজের শিক্ষার্থী এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সদস্যসহ ৩৫ জন অংশ নেন। এর আগে ২১ জানুয়ারি প্রথম ব্যাচের কর্মশালা অনুষ্ঠিত হয়।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

বাকেরগঞ্জে ভোট জালিয়াতির পরিকল্পনাকারী আবদুল হক পুলিশ হেফাজতে

হামাসের দাবি মানবে না ইসরায়েল: নেতানিয়াহু