জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি): করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিভাগের স্নাতকোত্তর পর্বের শিক্ষার্থী মারুফ হোসেন মিনা মারা গেছেন।শনিবার (২৩ জানুয়ারি) দিনগত রাতে রাজধানীর মুগদা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে নিশ্চিত করেন জাবির প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিভাগের সভাপতি অধ্যাপক নুরুল করিম।তিনি বলেন, ‘প্রথমে করোনার কোনো উপসর্গই ছিল না মারুফের। কিছুদিন ধরে পেটের পীড়ায় ভুগে তিনি সাভারের এনাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মুগদা হাসপাতালে পাঠান। সেখানে করোনা শনাক্ত হওয়ার একদিনের মাথায়ই মারা যান তিনি। ’বিশ্ববিদ্যালয়ের কামাল উদ্দিন হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন মারুফ। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলার মুকসুদপুরে। পরিবারে চার বোন ও দুই ভাইয়ের মধ্যে বড় তিনি।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।