করোনায় জাবি শিক্ষার্থীর মৃত্যু

করোনায় জাবি শিক্ষার্থীর মৃত্যু
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি): করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিভাগের স্নাতকোত্তর পর্বের শিক্ষার্থী মারুফ হোসেন মিনা মারা গেছেন।শনিবার (২৩ জানুয়ারি) দিনগত রাতে রাজধানীর মুগদা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে নিশ্চিত করেন জাবির প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিভাগের সভাপতি অধ্যাপক নুরুল করিম।তিনি বলেন, ‘প্রথমে করোনার কোনো উপসর্গই ছিল না মারুফের। কিছুদিন ধরে পেটের পীড়ায় ভুগে তিনি সাভারের এনাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মুগদা হাসপাতালে পাঠান। সেখানে করোনা শনাক্ত হওয়ার একদিনের মাথায়ই মারা যান তিনি। ’বিশ্ববিদ্যালয়ের কামাল উদ্দিন হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন মারুফ। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলার মুকসুদপুরে। পরিবারে চার বোন ও দুই ভাইয়ের মধ্যে বড় তিনি।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

জাতি-ধর্ম নির্বিশেষে কেউ যেন বৈষম্যের শিকার না হন: রাষ্ট্রপতি

সাংবাদিকদের বাংলাদেশ ব্যাংকে প্রবেশে বাধা নেই: খুরশিদ আলম