অকালেই চলে গেলেন কবি আদিত্য কবির

অকালেই চলে গেলেন কবি আদিত্য কবির
ঢাকা: কবি, লেখক ও বিজ্ঞাপন ব্যক্তিত্ব আদিত্য কবির মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বিজ্ঞাপনী সংস্থা এশিয়াটিকে অ্যাসোসিয়েট ভাইস-প্রেসিডেন্ট হিসেবে যুক্ত ছিলেন।তিনি বিখ্যাত কবি হ‌ুমায়ূন কবিরের ছেলে।  তার ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, বুধবার ঘুমের মধ্যে স্ট্রোক করে মারা যান আদিত্য কবির।আদিত্য আজকের কাগজ ও ভোরের কাগজে সাংবাদিকতাও করেছেন ।ইতিমধ্যে আদিত্যের মৃত্যুতে শোক প্রকাশ করে অনেকেই বার্তা প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়ায়।নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ফেসবুকে লিখেছেন, “আমাদের বন্ধুদের মধ্যে অনেক বিষয়েই আগানো ছিল আদিত্য, যারে লোকে আদিত্য কবির নামে জানত! চলে যাওয়ার ক্ষেত্রেও দেখা গেল ও-ই আগানো!”
শিক্ষক ও লেখক আজফার হোসেন লেখেন, “এই মাত্র খবর পেলাম, আমার এক সময়ের খুব কাছের মানুষ ও আমার প্রিয় মানুষ আদিত্য কবির- অসাধারণ মেধাবী কবি ও লেখক আদিত্য কবির- অল্প বয়সেই চলে গেল! ডেভাসটেটিং! গুছিয়ে যে কিছু বলব, সেটা সম্ভব হচ্ছে না এখন!”

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

সারা দেশে ‘হিট স্ট্রোকে’ ৮ জনের মৃত্যু

কারাগারেও মাদকের আখড়া