প্রতিষ্ঠাবার্ষিকীতে আ.লীগের কর্মসূচিতে যা থাকছে

প্রতিষ্ঠাবার্ষিকীতে আ.লীগের কর্মসূচিতে যা থাকছে
নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার (২৩ জুন) ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় কার্যালয়সহ দেশব্যাপী দলের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে।সকাল ৯টায় ধানমন্ডি ৩২ নম্বরে দলের বঙ্গবন্ধু ভবনের সামনে রক্ষিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হবে।সকাল ১১টায় টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে দলের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হবে।দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকেলে ৪টায় আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বঙ্গবন্ধু এনিভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ আলোচনা সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চ্যুয়ালি এ সভায় যুক্ত হবেন। সীমিত পরিসরে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে এ আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

রেড ক্রিসেন্টের নতুন চেয়ারম্যান অধ্যাপক উবায়দুল কবীর চৌধুরী

পুঁজিবাজারে সূচকের বড় পতন