রোববার বঙ্গবন্ধু সাফারি পার্ক খুলবে

রোববার বঙ্গবন্ধু সাফারি পার্ক খুলবে

গাজীপুর: মহামারী করোনা ভাইরাসের কারণে বন্ধ থাকা গাজীপুরের শ্রীপুর উপজেলার বাঘেরবাজার এলাকার বঙ্গবন্ধু সাফারি পার্ক খুলছে রোববার (১ নভেম্বর)।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তবিবুর রহমান বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, মহামারি করোনা ভাইরাসের কারণে এ বছরের ২০ মার্চ থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়  বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক। পরে বুধবার (২৮ অক্টোবর) পার্ক খুলে দেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ একটি চিঠি পাঠিয়েছে। চিঠিতে ১ নভেম্বর থেকে স্বাস্থ্যবিধি মেনে পার্ক খুলে দেওয়ার সিদ্ধান্ত জানানো হয়েছে। চিঠির সিদ্ধান্ত মোতাবেক ওই দিন থেকে পার্ক খোলা থাকবে। তবে শারীরিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে দর্শনার্থীদের পার্কে প্রবেশ করতে হবে। পার্কের প্রবেশ টিকেট মূল্য ৫০ টাকা এবং আগের নিয়মেই পার্ক চলবে।

 

Leave a reply

Minimum length: 20 characters :: 99 characters remaining

More News...

পটুয়াখালীর দুমকীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

ভোলার মাদক বিক্রেতা সাগর চাঁদপুর লঞ্চঘাটে আটক