শেষ সময়ের প্রস্তুতি ঢাকা-৫ আসনের উপ-নির্বাচনের

শেষ সময়ের প্রস্তুতি ঢাকা-৫ আসনের উপ-নির্বাচনের

হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে শূন্য হওয়া ঢাকা-৫ আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল। শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত স্বাস্থ্যবিধি অনুসরণ করে একটানা ভোট হবে।

ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট হবে এই আসনে। এ কারণে প্রতিটি ভোটকক্ষে একটি করে ইভিএম থাকছে; থাকবে কারিগরি দলও। সেই সঙ্গে যে কোনো ধরনের ত্রুটি মোকাবেলায় অতিরিক্ত ইভিএমও প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা।

শুক্রবার বিকালে দনিয়া স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে নির্বাচনী সরঞ্জাম বিতরণ শুরু হয়।

এদিকে, দনিয়া স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকেই ভোটের ফলাফলও দেয়া হবে। এছাড়া ঢাকা-৫ আসনের রিটার্নিং অফিসারের ফল ঘোষণার কার্যালয়ও থাকবে।

এই আসনের উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের কাজী মনিরুল ইসলাম, বিএনপির সালাহউদ্দিন আহমেদ, জাতীয় পার্টির মীর আব্দুস সবুর, ন্যাশনাল পিপলস পার্টির আরিফুর রহমান এবং বাংলাদেশ কংগ্রেসের আনছার রহমান শিকদার।

উল্লেখ্য, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৪৮, ৪৯, ৫০, ৬০, ৬১, ৬২, ৬৩, ৬৪, ৬৫, ৬৬, ৬৭, ৬৮, ৬৯ ও ৭০ নম্বর ওয়ার্ড নিয়ে এ আসন গঠিত।

উপ-নির্বাচনে ভোটকেন্দ্র ১৮৭টি, ভোটকক্ষ ৮৬৪টি। এই আসনে ভোটার ৪,৭১,১২৯ জন।

 

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

বাংলাদেশি কর্মীদের বেতন না দিয়ে শাস্তির মুখে মালয়েশিয়ান কোম্পানি

বিএনপি ইসরায়েল-নেতানিয়াহুর দোসর: পররাষ্ট্রমন্ত্রী