পাটুরিয়ায় পারের অপেক্ষায় যানবাহনের দীর্ঘ লাইন

পাটুরিয়ায় পারের অপেক্ষায় যানবাহনের দীর্ঘ লাইন

পাটুরিয়ায় নৌরুট পারের অপেক্ষায় শতশত যানবাহন। সময়মতো ফেরী পার হতে না পারায় পাটুরিয়া প্রান্তে যানবাহনের দীর্ঘ লাইন হয়েছে। অগ্রাধিকারভিত্তিতে যাত্রীবাহী গাড়ি, অ্যাম্বুলেন্সসহ জরুরি কাজে নিয়োজিত যানবাহন পারাপার করা হচ্ছে। তবে পণ্যবাহী ট্রাক পার হতে সময় লাগছে অনেক। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে পারাপারে। আজ শুক্রবার এ নৌরুটে যানবাহনের বাড়তি চাপ হয়েছে বলে জানিয়েছেন ঘাট সংশ্লিষ্ট কর্মকর্তারা।পাটুরিয়া ঘাট এলাকায় যানবাহনের বাড়তি চাপ এড়াতে ৭ কিলোমিটার আগেই প্রায় ৩০০ সাধারণ পণ্যবাহী ট্রাক দাঁড় করিয়ে রাখা হয়েছে। পাটুরিয়া ঘাটে দুটি ট্রাক টার্মিনালে নৌরুট পারের অপেক্ষায় রয়েছে কয়েকশ পণ্যবাহী ট্রাক। এ বিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিটিসি) আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) মো.সালাম হোসেন জানান, সরকারি ছুটি ও শুক্রবার থাকায় যানবাহনের বাড়তি চাপ পড়েছে। তবে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ১৮টি ফেরি দিয়ে যানবাহন ও সাধারণ যাত্রীকে পারাপার করা হচ্ছে।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

বাকেরগঞ্জে বিদ্যুৎ স্পর্শ হয়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু

মাদারীপুরে সুশাসন প্রতিষ্ঠার নিমিত্ত অংশীজনের (Stakeholders) অংশগ্রহণে মতবিনিময় সভা