চলন্ত বাইকে ফোন রিসিভ, দুর্ঘটনায় ভাঙলো ইবি ছাত্রের পা

চলন্ত বাইকে ফোন রিসিভ, দুর্ঘটনায় ভাঙলো ইবি ছাত্রের পা
ইবি: চলন্ত মোটরসাইকেলে ফোনকল রিসিভরত অবস্থায় মহাসড়কে ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষার্থী। এতে তার ডান পায়ের হাড় ভেঙে গেছে ও মাথায় এবং হাতে গুরুতর জখম হয়েছে বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে।আহত ছাত্রের নাম মাজহারুল আবেদীন রনি। তিনি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ছাত্র।শুক্রবার (১৫ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে ক্যাম্পাস পার্শ্ববর্তী কুষ্টিয়া-খুলনা মহাসড়কের শেখপাড়া বাজারের ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  পরে ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষদর্শীরা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নিলে কর্তব্যরত চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিয়ে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠান। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে নেওয়ার পরামর্শ দিলে বিকেলে ক্যাম্পাসের অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার (১৫ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে মালবাহী একটি ট্রাক কুষ্টিয়া-খুলনা মহাসড়কে ঝিনাইদহ থেকে কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। এ সময় রনি একাই ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা তুলে ক্যাম্পাসের দিকে আসার জন্য মোটরসাইকেল ঘুরাচ্ছিলেন।  এ সময় মোবাইলফোনে একটি কল এলে রিসিভ করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ফলে ট্রাকের সামনের অংশের সঙ্গে বাইকের ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক ডা. জাকিয়া আক্তার বলেন, ভ্যানে করে আহত অবস্থায় বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নিয়ে আসেন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠিয়েছি।প্রধান নিরাপত্তা কর্মকর্তা আব্দুস সালাম সেলিম বলেন, কুষ্টিয়ার চিকিৎসকরা ঢাকায় নেওয়ার পরামর্শ দিলে তার সহপাঠী ও সিনিয়রদের সঙ্গে ক্যাম্পাসের অ্যাম্বুলেন্সেই ঢাকায় পাঠানো হয়। বাইক ও ট্রাকটি হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।বাংলা বিভাগের অধ্যাপক ড. ইয়াসমিন আরা সাথী বলেন, আমরা বিভাগের পক্ষ থেকে সার্বিকভাবে খোঁজখবর নিচ্ছি। মোটরসাইকেল চলন্ত অবস্থায় ওই শিক্ষার্থীর মোবাইলে কল এসেছিল। কল ধরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সামনে পড়েন রনি। এতে তার পায়ের হাড় ভেঙে দুই ভাগ হয়ে যায়। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

গণমাধ্যমকর্মী আইন নিয়ে সাংবাদিক সংগঠন ও অংশীজনদের মতামত নেওয়া শুরু

ফরিদপুরে ৮ জনের মনোনয়নপত্র বাতিল