‍ ধর্ষণবিরোধী সমাবেশে ছাত্রলীগের হামলার অভিযোগ

‍ ধর্ষণবিরোধী সমাবেশে ছাত্রলীগের হামলার অভিযোগ

মৌলভীবাজারে ধর্ষণবিরোধী সমাবেশে ছাত্রলীগের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। এসময় মৌলভীবাজার সরকারি কলেজের ৬ শিক্ষার্থী আহত হয়েছেন।

আহতরা হলেন-মৌলভীবাজার সরকারি কলেজের শিক্ষার্থী রাজিব সূত্রধর, শিহাব আহমেদ, ছাত্র ইউনিয়নের আব্দুর রাইয়ান শিপু, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নেতা বিশ্বজিত নন্দীসহ ছয়জন।

সমাবেশে অংশ্রগহণকারীরা জানায়, শহরের চৌমোহনা এলাকায় সাধারণ শিক্ষার্থীর ব্যানারে তারা কয়েকদিন থেকে বিক্ষোভ প্রদর্শন করে আসছেন। বৃহস্পতিবার দুপুরে তাদের সম্মিলিত এই আন্দোলনে জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা বাধা দেয়। ছাত্রলীগের ২০-২৫ জন নেতাকর্মী তাদের উপর অতর্কিত হামলা করে।

মৌলভীবাজার সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী আয়শা নওমী জানান, তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলেন। কিন্তু ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ওপর হঠাৎ আক্রমণ করেন।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি রেহনুমা রুবাইয়াত জানান, এই ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক প্রতিবাদ সমাবেশ করেছেন তারা।

জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আখতার উদ্দিন আহমদ বলেন, আন্দোলন থেকে ছাত্রলীগকে দোষারোপ করে শ্লোগান দেওয়া হচ্ছিল।

তবে হামলার কথা অস্বীকার করে তিনি জানান, ছাত্রলীগ শিক্ষিত সংগঠন, তারা হামলা করেনি। আন্দোলনকারীরা নিজেরাই নিজেদের ওপর হামলা করেছে।

এ বিষয়ে মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সাথে যোগাযোগ করার চেষ্ঠা করলেও সম্ভব হয়নি।

 

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

সারা দেশে ‘হিট স্ট্রোকে’ ৮ জনের মৃত্যু

কারাগারেও মাদকের আখড়া