লিটন দাস দলে থাকায় অবাক ওয়াসিম আকরাম

লিটন দাস দলে থাকায় অবাক ওয়াসিম আকরাম
স্পোর্টস ডেস্ক : লিটন দাসের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে ব্যাপক সমালোচনা চলছে। ক্রিকেটভক্তদের পাশাপাশি এবার তাতে যোগ দিলেন ওয়াসিম আকরামও।পাকিস্তানের কিংবদন্তি পেসার তো বাংলাদেশি ডানহাতি ওপেনারের দলে থাকা নিয়েই প্রশ্ন তুললেন।  লিটন দাস ব্যাট হাতে রান পাচ্ছেন না দীর্ঘদিন ধরেই। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপেও নিজেকে হারিয়ে খুঁজছেন এই ওপেনার। তার এই রানখরার প্রভাব পড়ছে তার ফিল্ডিংয়েও। দুর্দান্ত ফিল্ডার হিসেবে পরিচিত লিটন গত রোববার শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে দুটি গুরুত্বপূর্ণ ক্যাচ মিস করেছেন।  শ্রীলঙ্কার বিপক্ষে ১৭১ রানের ভালো পুঁজি নিয়েও ম্যাচটি হেরে যায় বাংলাদেশ। অথচ দলীয় ৭৯ রানেই ৪ উইকেট হারিয়ে ফেলেছিল লঙ্কানরা। ১৩তম ওভারে আফিফ হোসেনের বলে ভানুকা রাজাপক্ষের ক্যাচ মিস করেন। ওই সময় ১৪ রানে ব্যাট করছিলেন লঙ্কান বাঁহাতি ব্যাটার। শেষ পর্যন্ত ৩৩ বলে ৫১ রান করেন রাজাপক্ষে।লিটন আরও একটি গুরুত্বপূর্ণ ক্যাচ মিস করেন। ১৫তম ওভারে মোস্তাফিজুর রহমানের বলে চারিথ আসালাঙ্কা ক্যাচ তুলে দিলেও লিটনের ভুলে বেঁচে যান। ওই সময় লঙ্কান ব্যাটার ৬৩ রানে ব্যাট করছিলেন। সেট ব্যাটারকে বিদায় করতে পারলে খেলার মোড় নিশ্চিতভাবে ঘুরে যেত।ম্যাচ শেষে ‘এ স্পোর্টস’কে দেওয়া সাক্ষাৎকারে ‘সুলতান অব সুইং’ খ্যাত ওয়াসিম বলেন, ‘লিটনকে তো কোয়ালিফায়ার (প্রথম পর্ব) থেকেই ঘুমিয়ে আছে মনে হচ্ছে। কোয়ালিফাইং রাউন্ডে সে রান করতে পারেনি। ফিল্ডিংটাও ভালো করছে না। আমি জানি না কেন সে দলে আছে। ’  এর আগে ব্যাট হাতে প্রথমপর্বের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ৫ রান করেন লিটন। পরের ম্যাচে ওমানের বিপক্ষে করেন ৬। দুর্বল পাপুয়া নিউগিনির বিপক্ষে ২৯ করলেও সুপার টুয়েলভের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে আউট হন ১৬ রানে।  শুধু কি তাই, সর্বশেষ ম্যাচে লঙ্কান পেসার লাহিরু কুমারার সঙ্গে ঝগড়া করায় শাস্তিও পেয়েছেন লিটন। জরিমানার সঙ্গে দুজনের নামের পাশে একটি করে ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে। অবশ্য তারা দুজনেই তাদের ভুল স্বীকার করে নেওয়ায় আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন হয়নি।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

কিরগিজস্তানে কোনো বাংলাদেশির হতাহতের খবর মেলেনি: পররাষ্ট্র মন্ত্রণালয়

মেট্রোরেলে ভ্যাটের বিষয়টি প্রধানমন্ত্রী পুনর্বিবেচনার আশ্বাস দিয়েছেন: সেতুমন্ত্রী