কোহলির ব্যাঙ্গালুরুকে রীতিমত নাকাল করে শীর্ষে দিল্লি

কোহলির ব্যাঙ্গালুরুকে রীতিমত নাকাল করে শীর্ষে দিল্লি

আইপিএলে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে রীতিমত নাকাল করে ৫৯ রানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ল দিল্লি ক্যাপিটালস। ৫ ম্যাচের ৪টিই জিতে এখন তারা তালিকার শীর্ষে।

দিল্লির দেওয়া ১৯৭ রানের জবাবে ব্যাঙ্গালুরু গুটিয়ে যায় মাত্র ৯ উইকেটে ১৩৭ রান করে।

১৯৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকে আফ্রিকান পেসার কাগিসো রাবাদার বল সামলাতে হিমশিম খেতে থাকে ব্যাঙ্গালুরুর ব্যাটসম্যানরা। অধিনায়ক কোহলি ছাড়া আর কেউ লড়াই চালিয়ে যেতে পারেননি। ভারতীয় অধিনায়ক করেন সর্বোচ্চ ৪৩ রান। এছাড়া ওপেনার ফিঞ্চ ১৩, ডি ভিলিয়ার্স ৯ ও মঈন আউট হোন ১১ রানে।

দিল্লির হয়ে ৪ ওভারে ২৪ রান দিয়ে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন রাবাদা। ২ উইকেট শিকার করেছেন নর্তসে ও প্যাটেল।

এর আগে অপরাজিত ব্যাটসম্যান মার্কাস স্টয়নিসের ঝড়ো ফিফটিতে ৪ উইকেটে ১৯৬ রান করে দিল্লি। তার ২৬ বলে ৫৬ রানের ইনিংসটি সাজানো ছিল ৬ চার ও ২ ছক্কায়। এছাড়া দুই ওপেনার পৃথ্বী শ করেন ২৩ বলে ৪২ ও শিখর ধাওয়ানের ব্যাট থেকে আসে ৩২ রান। অধিনায়ক আয়ার ১১, উইকেটরক্ষক রিষভ পান্ত ৩৭ এবং শিমরন হেটমায়ার অপরাজিত ছিলেন ১১ রানে।

এই জয়ে আইপিএলের চলতি আসরের তালিকায় ৫ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে দিল্লি। সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে তিনে ব্যাঙ্গালুরু।

 

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

কুমিল্লার সাম্রাজ্য ভেঙে বরিশালের লঞ্চে বিপিএল ট্রফি

নির্বাচনে জেতার পরদিনই মিরপুরে অনুশীলনে সাকিব