বিজ্ঞাপনের খুঁটি সরানোর নির্দেশ দিলেন চসিক প্রশাসক

বিজ্ঞাপনের খুঁটি সরানোর নির্দেশ দিলেন চসিক প্রশাসক

নগরের সৌন্দর্যহানিকর চারটি ডিসপ্লে বিজ্ঞাপনের খুঁটি অপসারণের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক খোরশেদ আলম সুজন।
বৃহস্পতিবার (২০ আগস্ট) কোতোয়ালী থানার জিপিওর সামনের মিডআইল্যান্ডের ৩টি ও বিপণি বিতানের (নিউমার্কেট) প্রধান ফটকের বিপরীতে স্থাপিত একটি খুঁটি সরানো হয়েছে।এদিকে চসিক নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) জাহানারা ফেরদৌসের নেতৃত্বে সকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানকালে চকবাজার থানাধীন কাঁচাবাজার মোড় থেকে ফুলতলা পর্যন্ত রাস্তার উভয় পাশে অবৈধ ভাসমান দোকানপাট উচ্ছেদ করা হয়। এ সময় অবৈধ ভাবে ফুটপাত ও চসিক মার্কেটের অংশ দখল করে ফলের দোকান দিয়ে সর্বসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে দুটি দোকানকে পাঁচ হাজার টাকা করে ১০ হাজার টাকা এবং চকবাজার কাঁচাবাজারের প্রবেশমুখের চলাচলের পথে অবৈধ ভাসমান দোকান বসানোর অপরাধে তিনটি দোকানকে ২ হাজার করে ৬ হাজার টাকাসহ মোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
চসিক প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজন এক বিবৃতিতে বলেছেন, এখন থেকে প্রশাসক হিসেবে দায়িত্ব নেওয়ায় পোস্টার, ব্যানার, ফেস্টুন টাঙিয়ে বন্দনার কাজ থেকে বিরত থাকতে হবে। আমি মাঠ পর্যায়ের সক্রিয় রাজনীতিক হিসেবে সুখে-দুঃখে নগরবাসীর পাশে ছিলাম, আছি ও থাকবোই। প্রাণপ্রিয় নেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার ওপর আস্থা রেখে যে গুরুদায়িত্ব অর্পণ করেছেন তার প্রতিদান দেওয়াটাই আমার একমাত্র ব্রত ও কর্তব্য। স্বচ্ছতা, সততা, নিষ্ঠা ও সামর্থ্য উজার করে দিয়ে সিটি করপোরেশনের মোট জনবলকে গতিশীল, দায়িত্ব ও কর্তব্যে সচেতন করে নগরবাসীর প্রত্যাশা পূরণ করতে চাই। এ জন্য সবার দোয়া, পরামর্শ ও সহযোগিতাই কাম্য।
প্রশস্তি ও অযাচিত বন্দনা কখনো কখনো কর্তব্যচ্যূতির কারণ হয়ে দাঁড়ায় উল্লেখ করে তিনি বলেন, তাই একজন মাঠের রাজনীতিক হিসেবে এ ব্যাপারে আমি সচেতন। আমি নগরবাসীকে অনুরোধ জানাবো ব্যানার কিংবা ফেস্টুন লাগিয়ে নগরীর প্রাকৃতিক সৌন্দর্য শ্রীহীন না করে একটি পরিচ্ছন্ন, সুন্দর এবং মানবিক শহর গড়তে সবাই এগিয়ে আসবেন। আগামীতে আমার অনুমতি ব্যতিরেকে কেউ যদি এরকম কোনো ব্যানার কিংবা পোস্টার নগরে লাগিয়ে সৌন্দর্য্যহানি করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবো।

 

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

হামাসের দাবি মানবে না ইসরায়েল: নেতানিয়াহু

মাদারীপুরে সড়ক দূর্ঘটনায় অজ্ঞাত এক ব্যক্তি নিহত