সুয়ারেস অ্যাতলেটিকোতে ইতিহাস গড়তে চান

সুয়ারেস অ্যাতলেটিকোতে ইতিহাস গড়তে চান

অ্যাতলেটিকো মাদ্রিদে বড় উচ্চাশা নিয়ে এগোতে চান লুইস সুয়ারেস। বার্সেলোনার সঙ্গে ৬ বছরের সাফল্যময় অধ্যায় শেষে ওয়ান্দা মেত্রোপোলিতানোতে এসেছেন ৩৩ বছর বয়সী ফরোয়ার্ড।

কাতালান জায়ান্টদের জার্সিতে গত মৌসুম শিরোপাবিহীন কাটলেও অ্যাতলেটিকোর হয়ে নতুন স্বপ্নের বীজ বুনছেন তিনি। সাফল্যের জন্য এখনও ক্ষুধার্ত উরুগুইয়ান তারকা। অ্যাতলেটিকোতে যোগ দেওয়ার পর আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমে সুয়ারেস বলেন, ‘প্রথম যে বিষয়টি আমার মাথায় এসেছে, আমাকে এখানে জায়গা ছেড়ে দাও। আমি ইতিহাস গড়তে চাই। ’

তিনি আরও বলেন, ‘দলটির যা আছে আমি তারচেয়ে আরও অধিক আনতে যাচ্ছি। সেটা গোলে হোক বা অ্যাসিস্টে। অন্যান্য অনেক কিছুর চেয়ে, আমি এখানে এসেছি শিরোপা জিততে। ’

কোচ দিয়েগো সিমিওনের অধীনে নতুন অভিযান শুরুর জন্য ব্যগ্র হয়ে আছেন সুয়ারেস। সেই আগ্রহের কথাটাও জানিয়ে দিলেন উরুগুইয়ান ফরোয়ার্ড, ‘এটা আনন্দের। আমি আশা করি ওনার কাছ থেকে অনেককিছু শিখতে পারবো। তিনি সবসময় আপনাকে উন্নতির কথা বলবেন। ’

দিয়েগো ফোরলান এবং দিয়েগো গদিনের পর সুয়ারেসই সর্বশেষ উরুগুইয়ান যিনি অ্যাতলেটিকোর হয়ে খেলবেন। তার পূর্বসূরীরা ক্লাব সমর্থকদের নির্ভরতা অর্জন করেছিলেন। সেই কথা স্মরণ করে সুয়ারেস বলেন, ‘অ্যাতলেটিকোতে সব উরুগুইয়ানই ভালো খেলেছে। আমি আশা করি, আমিও এর বাইরে থাকব না। ’

 

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

কুমিল্লার সাম্রাজ্য ভেঙে বরিশালের লঞ্চে বিপিএল ট্রফি

নির্বাচনে জেতার পরদিনই মিরপুরে অনুশীলনে সাকিব