কাউন্টারে ট্রেনের টিকিট বিক্রি শুরু

কাউন্টারে ট্রেনের টিকিট বিক্রি শুরু

ঢাকা: প্রায় সাড়ে ৫ মাস পর স্টেশনে ট্রেনের টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৮টায় এই টিকিট বিক্রি শুরু হয়।

 

করোনা ভাইরাসের কারণে গত ২৬ মার্চ থেকে রেল স্টেশনের কাউন্টারে টিকিট বিক্রি বন্ধ রাখে বাংলাদেশ রেলওয়ে।  ৫ মাস ১৮ দিন পর শনিবার থেকে কাউন্টারে টিকিট বিক্রি শুরু করলো রেলওয়ে।  করোনা রোধে এখন ট্রেনে মোট আসন সংখ্যার ৫০ শতাংশ টিকিট বিক্রি করা হচ্ছে। এই ৫০ শতাংশ টিকিটের অর্ধেক অর্থাৎ মোট আসন সংখ্যার ২৫ শতাংশ স্টেশনের কাউন্টারে বিক্রি করা হচ্ছে। বাকি ২৫ শতাংশ টিকিট অনলাইনে বিক্রি করছে রেল।  কমলাপুর রেলস্টেশনের ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার  বলেন, রেল কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী শনিবার থেকে কাউন্টারে টিকিট বিক্রি শুরু হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কাউন্টার থেকে ২৫ শতাংশ আসনের টিকিট বিক্রি করা হবে। এছাড়াও আন্তঃনগর ট্রেনে স্ট্যান্ডিং টিকিট ইস্যুও বন্ধ রয়েছে।

 

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

বাকেরগঞ্জে বিদ্যুৎ স্পর্শ হয়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু

মাদারীপুরে সুশাসন প্রতিষ্ঠার নিমিত্ত অংশীজনের (Stakeholders) অংশগ্রহণে মতবিনিময় সভা