অ্যালার্জি মাস্ক ব্যবহারে

অ্যালার্জি মাস্ক ব্যবহারে

মহামারি করোনা ঠেকাতে আর কিছুই যখন সেভাবে মানা হচ্ছে না, এই অবস্থায় মাস্ক পরা বাধ্যতামূলক করেছে সরকার।

করোনার জন্য মাস্ক ব্যবহারের প্রবণতা বেড়েছে সাধারণ মানুষের মধ্যে।

দেশি-বিদেশি, নামী-অনামী প্রচুর কোম্পানি এখন তৈরি করছে মাস্ক। এমনকি নকশা করা মাস্কও এসেছে বাজারে। অনেকেই মাস্ক ব্যবহারও করছেন। তবে বিপত্তি বেধেছে যাদের অ্যালার্জি বা হাঁপানির সমস্যা রয়েছে, তাদের মাস্ক পরে থাকার ফলে অস্বস্তি ও শ্বাসকষ্ট দেখা দিতে পারে।

বিশেষজ্ঞরা বলেন
•    যাদের অ্যালার্জির সমস্যা আছে তাদের সবসময় খোলামেলা পরিবেশ থাকা দরকার
•    কোভিড-১৯ মূলত শ্বাসযন্ত্রের সংক্রমণ হওয়ায় অ্যালার্জি বা হাঁপানির রোগীদের মানসিক চাপ আরো বেড়েছে
•    যাদের আগে থেকেই অ্যালার্জির ওষুধ খান তাদের এই সময় ওষুধ বন্ধ করা ঠিক হবে না
•    অক্সিজেন রক্তপ্রবাহে নেওয়া ও রক্তপ্রবাহ থেকে অক্সিজেন বাতাসে ছেড়ে দিয়ে নিঃশ্বাসের গতি বাড়াতে পাকস্থলি থেকে শ্বাস নিন

  •  অনেক অ্যালার্জি রোগীর এই সময় মাস্ক পরে শ্বাসকষ্ট বেড়ে যাচ্ছে। আবার মাস্কের কাপড় থেকেও অনেকের সমস্যা হচ্ছে। অথচ, এখন মাস্ক পরাটাও অত্যন্ত জরুরি
    •    অ্যালার্জি থাকলে ধোঁয়া ও ধুলা যথাসম্ভব এড়িয়ে চলুন। ঘরের বাইরে গেলে সুতি কাপড়ের মাস্ক ব্যবহার করুন
    •    মাস্ক ব্যবহারে বেশি সমস্যা হলে ফেসশিল্ড ব্যবহার করুন
  •  শ্বাসকষ্ট হলে অবহেলা না করে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন।

 

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৪৮

ডেঙ্গুতে চারজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১২১