গুচ্ছ ভর্তি: ইবিতে ‘বি’ ইউনিটে পরীক্ষার্থী ৭৫৮৫ জন 

গুচ্ছ ভর্তি: ইবিতে ‘বি’ ইউনিটে পরীক্ষার্থী ৭৫৮৫ জন 
ইবি: শনিবার (১৩ আগস্ট) অনুষ্ঠিত হতে যাচ্ছে জিএসটি ভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক শ্রেণির গুচ্ছের ‘বি’ ইউনিটের (মানবিক) পরীক্ষা।
এদিন দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে পরীক্ষা।’বি’ ইউনিটে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কেন্দ্রে ৭ হাজার ৫৮৫ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে।ইতোমধ্যে আসন বিন্যাসসহ সব প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা।  ইউনিট সমন্বয়ক সূত্রে জানা গেছে, পরমাণু বিজ্ঞানী ড. এম ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনে ১ হাজার ১৮ জন, অনুষদ ভবনে ১ হাজার ৩২৪ জন, রবীন্দ্র নজরুল কলা ভবনে ১ হাজার ২০৯ জন, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ ভবনে ১ হাজার ১৪৪ জন ভর্তিচ্ছু ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে।এছাড়া ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনে ১ হাজার ২৫৮ জন, মীর মোশাররফ হোসেন একাডেমিক ভবনে ১ হাজার ১৫৬ জন, আইআইইআর ভবনে ১৮০ জন এবং ইবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে ২৯৬ জন ভর্তিচ্ছু ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে।’বি’ ইউনিট সমন্ময়কারীর দায়িত্বে থাকা ইংরেজি বিভাগের সভাপতি অধ্যাপক ড. মিয়া মো. রাসিদুজ্জামান বলেন, আমরা পরীক্ষা নেওয়ার সব প্রস্তুতি সম্পন্ন করেছি। সংশ্লিষ্ট সবার সহযোগিতা পেলে কোনো প্রকার অসঙ্গতি ছাড়াই ভর্তি পরীক্ষা সম্পন্ন করতে পারবো বলে আশা করি।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

সারা দেশে ‘হিট স্ট্রোকে’ ৮ জনের মৃত্যু

কারাগারেও মাদকের আখড়া