সৌমিত্রপত্নী দীপা চট্টোপাধ্যায় মারা গেছেন

সৌমিত্রপত্নী দীপা চট্টোপাধ্যায় মারা গেছেন
বিনোদন ডেস্ক : প্রায় দেড় মাস হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর গত ১৫ নভেম্বর পৃথিবী থেকে বিদায় নেন ভারতের কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। তার বিদায় নেওয়ার পাঁচ মাসের মাথায় স্বামীর শোক কাটিয়ে না উঠতে পেরে চলে গেলেন সৌমিত্রপত্নী দীপা চট্টোপাধ্যায় (৮৩)।শনিবার (০৩ এপ্রিল) দিনগত রাত ২টা ৫৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যমকে তার মেয়ে পৌলমী বসু বিষয়টি নিশ্চিত করেছেন।  পৌলমী বসু জানান, অসুস্থতার কারণে দীপা চট্টোপাধ্যায় ভর্তি ছিলেন বিধাননগরের একটি হাসপাতালে। কিন্তু শেষ রক্ষা আর হলো না, কিডনি বিকল হয়ে তার মৃত্যু হয়েছে। ৪৫ বছর ধরে তিনি ডায়াবেটিসেও ভুগছিলেন।১৯৬০ সালে সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে বিয়ে হয় তুখোড় ব্যাডমিন্টন খেলোয়াড় দীপার। সৌমিত্র-দীপার দীর্ঘ দাম্পত্যে ইতি টানে করোনা সংক্রমণ। রেখে গেছেন ২ সন্তান সৌগত চট্টোপাধ্যায় ও পৌলমী বসুকে।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

বাকেরগঞ্জে ভোট জালিয়াতির পরিকল্পনাকারী আবদুল হক পুলিশ হেফাজতে

হামাসের দাবি মানবে না ইসরায়েল: নেতানিয়াহু