শনিবারেরগুলো পচ,ভারত থেকে আজ পিয়াজ আসেনি

শনিবারেরগুলো পচ,ভারত থেকে আজ পিয়াজ আসেনি

ভারতে আটকে পড়া পিয়াজের আর কোন ট্রাক রবিবার ভোমরা স্থল বন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেনি। তবে ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের শর্ত সাপেক্ষে ৫ দিন আটকে থাকার পর শনিবার ৭২১ মেট্রিকটন (৩১ ট্রাক) পিয়াজ ভারতের ঘোজাডাঙ্গা দিয়ে ভোমরা স্থল বন্দরে প্রবেশ করলেও ঐসব পিয়াজের অধিকাংশই পচা।

ভোমরা স্থলবন্দর সিঅ্যান্ডএফ সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম জানান, পূর্বের এলসি করা এবং যাদের কাগজপত্র সম্পূর্ণ প্রস্তুত ছিল তাদের পিয়াজবাহী ৩১ টি ট্রাক রবিবার ভোমরা বন্দরে প্রবেশ করেছে।

নাসিম জানান, গত ১৪ সেপ্টেম্বর থেকে কোন পূর্ব ঘোষণা ছাড়াই বাংলাদেশে পিয়াজ রপ্তানিতে ভারতীয় বাণিজ্য মন্ত্রণালয়ের থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়। তবে শর্ত সাপেক্ষে শনিবার যেসব পিয়াজ এসেছে তার অধিকাংশই নষ্ট হয়ে গেছে। এতে ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন।

তিনি আরও জানান, ভারতের ঘোজাডাঙ্গা বন্দরে এখনো দুই শতাধিক পিয়াজবাহী ট্রাক আটকে রয়েছে। এর মধ্যে কিছু ফিরে যাচ্ছে আর কিছু পিয়াজ সেখানে আনলোড করে স্থানীয়ভাবে বিক্রি করে ফেলছে ব্যবসায়ীরা।

 

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

একদিনের ব্যবধানে স্বর্ণের দাম ফের বাড়ল

পুঁজিবাজারে সূচকের বড় পতন