টিকটক যুক্তরাষ্ট্রে আপাতত বন্ধ হচ্ছে না: ট্রাম্প

টিকটক যুক্তরাষ্ট্রে আপাতত বন্ধ হচ্ছে না: ট্রাম্প

ওরাকলের সঙ্গে টিকটকের চুক্তি হওয়ায় আপাতত যুক্তরাষ্ট্রে বন্ধ হচ্ছে না টিকটক। শনিবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময়ে ট্রাম্প এই তথ্য জানিয়েছেন।

এ সময়ে ট্রাম্প বলেন, এই চুক্তির প্রতি আমার শুভ কামনা রয়েছে। তিনি বলেন, চুক্তির প্রধান দুইটি পক্ষ ওরাকল ও টিকটক হলেও এর সঙ্গে আরেক মার্কিন প্রতিষ্ঠান ওয়ালমার্টও যুক্ত হবে। এর নিরাপত্তা হবে শতভাগ।

প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেন, তারা স্বতন্ত্র ক্লাউড এবং খুবই শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা ব্যবহার করবে। এই চুক্তির ফলে যুক্তরাষ্ট্রের শিক্ষা ব্যবস্থায় পাঁচ বিলিয়ন ডলারের তহবিল যুক্ত হবে।

যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান ওরাকল ও চীনা অ্যাপ টিকটকের মধ্যে সম্পাদিত চুক্তিটির প্রাথমিক অনুমোদন দিয়েছে হোয়াইট হাউস। চুক্তি অনুযায়ী টিকটকের অধিকাংশ শেয়ারের মালিকানা থাকবে বাইটড্যান্সের হাতে।

এর আগে রবিবার থেকে যুক্তরাষ্ট্রের অ্যাপ স্টোরে টিকটক নিষিদ্ধের ঘোষণা দিয়েছিল হোয়াইট হাউস। তবে, এখন ট্রাম্প প্রশাসন ওরাকল-টিকটক চুক্তির অনুমোদন দেওয়ায় পরিস্থিতির কিছুটা পরিবর্তন ঘটেছে।

গতকাল শনিবার সন্ধ্যায় মার্কিন বাণিজ্য দফতরের এক বিবৃতিতে বলা হয়েছে, টিকটকের ওপর নিষেধাজ্ঞা এক সপ্তাহ পেছানো হয়েছে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে টিকটকের ১০ কোটি গ্রাহক রয়েছে। টিকটকের বৈশ্বিক ব্যবসায়ের শুরু হয় ২০১৮ সালে। সূত্র: বিবিসি

 

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

মমতার বিরুদ্ধে হাইকোর্টে অভিযোগ গৃহীত

আরও তিন অঙ্গরাজ্য ট্রাম্পের ঝুলিতে