র‌্যাবের অভিযান মানবপাচার চক্রের বিরুদ্ধে

র‌্যাবের অভিযান মানবপাচার চক্রের বিরুদ্ধে

ঢাকা: কানাডায় উচ্চ বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়া মানবপাচার চক্রের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর বনানী এলাকায় এ অভিযান শুরু করে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

র‌্যাব-৩ পরিচালিত এ ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দিচ্ছেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু।

পলাশ কুমার বসু বলেন, বনানীর ফাতেমা ওভারসিজ নামে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়েছে। এ প্রতিষ্ঠানটির মাধ্যমে সৌদি আরবে গিয়ে একজন নির্যাতনের শিকার হয়েছেন। ওই ভুক্তভোগীর উপস্থিতিতে প্রতিষ্ঠানটিতে অভিযান চালানো হয়েছে।

পরে ‘ড্রিম ভিসা কনসালটেন্সি’ নামে আরেকটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হচ্ছে। প্রতিষ্ঠানটি সরকারের অনুমোদন ছাড়া সম্পূর্ণ বেআইনিভাবে তাদের কার্যক্রম চালিয়ে আসছে। তারা বিভিন্ন প্রলোভন দেখিয়ে ও চটকদার বিজ্ঞাপন দিয়ে ফিজি ও কানাডায় উচ্চ বেতনে চাকরির প্রলোভনে বিপুল সংখ্যক মানুষের সঙ্গে প্রতারণা করে অর্থ হাতিয়ে নিয়েছে।

তিনি বলেন, অভিযান চলছে, অভিযান শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

 

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

বেইলি রোডে আগুন: ভবনের ব্যবস্থাপকসহ চারজন রিমান্ডে

ঢাকা-৪ আসনের গেজেট প্রকাশ স্থগিত থাকবে: হাইকোর্ট