মসজিদে বিস্ফোরণ: সিআইডি মামলার আলামত বুঝে পেল

মসজিদে বিস্ফোরণ: সিআইডি মামলার আলামত বুঝে পেল

নারায়ণগঞ্জনারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণের ঘটনায় পুলিশের দায়েরকৃত মামলার আলামত বুঝে পেয়েছে সিআইডি।

রোববার (১৩ সেপ্টেম্বর) মামলার আলামত ও কাগজপত্র পুলিশ সিআইডিকে হস্তান্তর করে।

সিআইডির পরিদর্শক বাবুল হোসেন জানান, আমরা আলামত দেখেছি এবং কাগজপত্র বুঝে পেয়েছি। পুলিশের মালখানায় আলামত রয়েছে। আমরা দ্রুতই তদন্ত কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি। আজও ঘটনাস্থলে তদন্ত করেছি। আশা করছি দ্রুতই ফলাফল দিতে পারবো।

এর আগে, রোববার (৬ সেপ্টেম্বর) ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন কবির বাদী হয়ে মসজিদে বিস্ফোরণের ঘটনায় গাফলতির অভিযোগ এনে মামলাটি দায়ের করেন।

গত ৪ সেপ্টেম্বর রাতে পৌনে ৯টায় ফতুল্লার পশ্চিম তল্লা এলাকায় বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে মসজিদের মুয়াজ্জিন, ইমাম, শিশু, শিক্ষার্থী, জেলা প্রশাসনের কর্মকর্তা ও ফটো সাংবাদিক সহ ৩৯ জন দগ্ধ হয়। দগ্ধদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এর মধ্যে গত শুক্রবার রাত থেকে বৃহস্পতিবার বিকেলে পর্যন্ত ৩১ জন মারা গেছেন।

 

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

বেইলি রোডে আগুন: ভবনের ব্যবস্থাপকসহ চারজন রিমান্ডে

ঢাকা-৪ আসনের গেজেট প্রকাশ স্থগিত থাকবে: হাইকোর্ট