বিসিবি, স্বাস্থ্য অধিদপ্তর থেকে ইতিবাচক সাড়া পেলো

বিসিবি, স্বাস্থ্য অধিদপ্তর থেকে ইতিবাচক সাড়া পেলো

আসন্ন শ্রীলঙ্কা সফরের জন্য মিরপুরে হোম অব ক্রিকেটে ব্যক্তিগত অনুশীলনে ব্যস্ত সময় পার করছেন জাতীয় দলের ক্রিকেটাররা তবে তাদের অনুশীলনে কোচিং স্টাফরা নেই

বিদেশি কোচিং স্টাফরা দেশে ফিরে ১৪ দিনের কোয়ারেন্টিনে রয়েছেন।  

করোনা নেগেটিভ কোচিং স্টাফরা যাতে অনুশীলনে যোগ দিতে পারেন সেজন্য স্বাস্থ্য অধিদপ্তরের কাছে আবেদন করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার সেই আবেদনের পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য অধিদপ্তর থেকে ইতিবাচক সাড়া পেয়েছে বিসিবি।

শনিবার (১২ সেপ্টেম্বর) মিরপুরে হোম অব ক্রিকেটে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন। তিনি জানিয়েছেন, মৌখিকভাবে স্বাস্থ্য অধিদপ্তর থেকে সম্মতি পেয়েছে বিসিবি। তবে কিছু কাগজপত্র চেয়েছে অধিদপ্তর।

তিনি বলেন, ‘স্বাস্থ্য অধিদপ্তরের সংশ্লিষ্ট যারা আছেন তাদের কাছ থেকে আমরা ইতিবাচক সাড়া পেয়েছি। তবে তারা কিছু ডকুমেন্ট চেয়েছেন। তা আমরা দিয়েছি। আমরা আশা করছি আগামী দুই-এক দিনের মধ্যে আমরা তাদের অনুমতি পেয়ে যাব। ‘

 

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

কুমিল্লার সাম্রাজ্য ভেঙে বরিশালের লঞ্চে বিপিএল ট্রফি

নির্বাচনে জেতার পরদিনই মিরপুরে অনুশীলনে সাকিব