অত্যন্ত দুঃখজনক অনুমোদন ছাড়া গ্যাস লাইনের উপর মসজিদ নির্মাণ

অত্যন্ত দুঃখজনক অনুমোদন ছাড়া গ্যাস লাইনের উপর মসজিদ নির্মাণ

ঢাকা: নারায়গণগঞ্জে গ্যাস বিস্ফোরণে দুর্ঘটনাকবলিত মসজিদটি গ্যাস পাইপ লাইনের উপর নির্মাণ করা হয়েছিল বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই স্থানে মসজিদ নির্মাণে কর্তৃপক্ষের কোনো অনুমতিও ছিল না বলে জানান তিনি।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) একাদশ জাতীয় সংসদের নবম অধিবেশনে সমাপনী ভাষণে তিনি একথা জানান। ভবিষ্যতে কোনো স্থাপনা নির্মাণে নীতিমালা মেনে করারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। এসময় অধিবেশনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্ব করেন।

প্রধানমন্ত্রী বলেন, নারায়ণগঞ্জের মসজিদে নামাজ পড়া অবস্থায় বিস্ফোরণের ঘটনা যারা মৃত্যুবরণ করেছেন আমি তাদের আত্মার মাগফেরাত কামনা করি। এ ঘটনা অত্যন্ত দুঃখজনক। অত্যন্ত দুঃখজনক আরো এজন্য যে মসজিদটি নির্মাণ করা হয়েছিল এমন একটি জায়গায় যেখানে গ্যাস লাইন ছিল, তার উপর। মসজিদ নির্মাণের কোনো অনুমোদন ছিল না, কোনো নীতিমালাও ছিল না।

‘এভাবে অননুমোদিত ও অপরিকল্পিতভাবে করার ফলে আজ এ দুর্ঘটনা ঘটে গেলো। অভিষ্যতে কেউ যদি কোনো স্থাপনা করে তাতে নীতিমালা মেনে করবে যাতে কোনো দুর্ঘটনায় আর এভাবে পড়তে না হয়।

 

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

পুরান ঢাকার কেমিক্যাল কারখানাগুলো দ্রুত সরানোর সুপারিশ

অপতথ্য রোধ করে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে চাই: তথ্য প্রতিমন্ত্রী