আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণের ৮ মাস না পেরোতেই ভাঙন

আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণের ৮ মাস না পেরোতেই ভাঙন
সুরুজ তালুকদার,(বাকেরগঞ্জ প্রতিনিধি) :
কলসকাঠী ইউনিয়নের বেবাজ গ্রামে মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীনদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহারের ঘর নির্মাণের ৮ মাস না যেতেই কয়েকটি ঘরের দেয়াল ও পিলারে ফাটল দেখা দিয়েছে।
কাজের অনিয়মে বসবাসের অনুপযোগী ঘরগুলোতে সুবিধাভোগীরা নিজেদের অর্থব্যয় করে সংস্কার করেছেন। ৪টি টিউবওয়েল ব্যবহার অনুপযোগী হওয়ায় নিজেদের অর্থ দিয়ে নির্মাণ করাতে হচ্ছে কিছুদিন পর পর। কাজটির তদারকি করেছিলেন বাকেরগঞ্জ ইউএনও অফিস এবং সম্পূর্ণ কাজটি হয়েছিল বাকেরগঞ্জ উপজেলার সাবেক ইউএনও সজল চন্দ্র শীলের তত্ত্বাবধানে। কাজের মান খারাপ হয়েছে এই নিয়ে সংবাদ প্রকাশ করা হলেও পরবর্তীতে কোনও এক অদৃশ্য কারনে তা আর আলোর মুখ দেখেনি। যেসব ভূমিহীনদের  মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিববর্ষ উপলক্ষে এসব ঘর উপহার দিয়েছিল তারা এখন সবাই আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে,যেকোনও সময় ঘটতে পারে বড় ধরনের দূর্ঘটনা। ভুক্তভোগী এসব অসহায় মানুষ স্থানীয় জনপ্রতিনিধিসহ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন।

Leave a reply

Minimum length: 20 characters ::