দু’দিন ধরে গ্যাসহীন পুরো এলাকা

দু’দিন ধরে গ্যাসহীন পুরো এলাকা

 

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লার তল্লা এলাকায় মসজিদে বিস্ফোরণের পর আশপাশের এলাকাগুলোতে গ্যাস সরবরাহ বন্ধ রেখেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। গ্যাস বন্ধ থাকায় রান্না নিয়ে বিপাকে রয়েছেন পুরো এলাকাবাসী।

 

রোববার (৬ সেপ্টেম্বর) সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, সেখানকার বেশিরভাগ মানুষ রান্নার ব্যবস্থা করতে পারেননি। অনেকে আত্মীয়ের বাড়ি থেকে রান্না করা খাবার পেয়েছেন আবার অনেকে খাবার কিনে খেয়েছেন। এদের মধ্যে আবার অনেকেই মাটির চুলায় রান্না করছেন লাকড়ি দিয়ে।

মসজিদের একটু দূরেই এক বাড়ির গৃহিণী আসমা বেগম বলেন, রান্না না করতে তো খাওয়া বন্ধ থাকবে। দু’দিন ধরেই গ্যাস নেই। পরে লাকড়ির মাধ্যমে রান্না বসিয়েছি বিকেলে। দ্রুত এ সমস্যার সমাধান করে এলাকায় গ্যাস সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করতে অনুরোধ করছি।

একইভাবে মাটির চুলা দিয়ে রান্না করা গৃহিণী কবিরা, মরিয়ামও এ দাবি জানান।

শুক্রবার রাত পৌনে ৯টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পশ্চিম তল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে মসজিদের ভেতরে থাকা প্রায় ৪০ জনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাদের মধ্যে দগ্ধ অবস্থায় ৩৭ জনকে জাতীয় শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

 

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

সীতাকুণ্ড উপজেলা সাবেক চেয়ারম্যান রাজু আটক

শ্রমিক নেতা থেকে গুন্ডা বাহিনীর প্রধান হয়েছে শাজাহান খান: আব্দুল মোনায়েম মুন্না