রোববার বসছে জাতীয় সংসদের ৯ম অধিবেশন

রোববার বসছে জাতীয় সংসদের ৯ম অধিবেশন

ঢাকা: আগামী রোববার (৬ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে জাতীয় সংসদের নবম অধিবেশন। এদিন বেলা ১১টায় এ অধিবেশন শুরু হবে।

করোনা ভাইরাসজনিত কারণে সংসদের এ অধিবেশনও স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হবে।

গত বুধবার (১৯ আগস্ট) রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ একাদশ জাতীয় সংসদের নবম ও চলতি বছরের চতুর্থ অধিবেশন আহ্বান করেন। জাতীয় সংসদ সচিবালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিকে এবারের অধিবেশনও সংক্ষিপ্ত হবে বলে জানা গেছে। সংসদ সদস্যদের উপস্থিতির জন্য ইতোমধ্যে রোস্টার করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে এবং দূরত্ব বজায় রেখে যাতে বসতে পারে সেজন্য ৮০ জনের মতো সংসদ সদস্য নিয়ে প্রতিদিন সংসদ চালানো হবে।

অধিবেশনে প্রয়োজনের বাইরে অতিরিক্তি কর্মকর্তা-কর্মচারীদের আসতে নিষেধ করা হয়েছে। যারা অধিবেশনে আসবেন সেসব কর্মকর্তা-কর্মচারীদের কোভিড-১৯ পরীক্ষা করা হয়েছে। পাশাপশি সংসদ সদস্যদেরও বলা হয়েছে কোভিড-১৯ পরীক্ষার জন্য। তাদের জন্য সংসদের মেডিক্যাল সেন্টারে ব্যবস্থা করা হয়েছে। তবে তারা বাইরে থেকেও নমুনা পরীক্ষা করাতে পারবেন।

সূত্র জানায়, এ অধিবেশন এক সপ্তাহ বা তার অধিক চলতে পারে। এ অধিবেশনে কয়েকটি বিল পাস করা হবে। সংসদ সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ছাড়া সংসদ ভবনে অন্য কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। এবারও অধিবেশন কাভারের জন্য সংসদ ভবনে সাংবাদিকদের অনুমতি দেওয়া হয়নি।

 

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

বাকেরগঞ্জে ভোট জালিয়াতির পরিকল্পনাকারী আবদুল হক পুলিশ হেফাজতে

সারা দেশে ৩ দিন কালবৈশাখীর সঙ্গে বজ্রপাত-শিলাবৃষ্টির শঙ্কা