বেতনা এক্সপ্রেস ট্রেন চালু

বেতনা এক্সপ্রেস ট্রেন চালু

বেনাপোল (যশোর): করোনা মহামারির কারণে দীর্ঘ প্রায় সাড়ে ৫ মাস বন্ধ থাকার পর খুলনা-বেনাপোল রুটে বেতনা এক্সপ্রেস লোকাল ট্রেনটি চালু হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে বেনাপোল রেলস্টেশন থেকে খুলনার উদ্দেশে ছেড়ে যায়।

জানা যায়, করোনা ভাইরাস সংক্রমণের কারণে গত ২৪ মার্চ খুলনা-বেনাপোল রুটে খুলনা-বেনাপোল বেতনা এক্সপ্রেস ট্রেনটি বন্ধ হয়ে যায়। পরবর্তীকালে লোকাল এ ট্রেনটি চালানোর সিদ্ধান্ত নেয় সরকার। এরই পরিপ্রেক্ষিতে দুপুরে খুলনা স্টেশন থেকে বেনাপোলের উদ্দেশে ছেড়ে যায় এবং বিকেলে বেনাপোল থেকে খুলনার উদ্দেশে ছেড়ে যায় ট্রেনটি।

বেনাপোল রেলস্টেশন মাস্টার সাইদুজ্জামান  জানান, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী খুলনা-বেনাপোল রুটে লোকাল বেতনা এক্সপ্রেস ট্রেনটি প্রায় সাড়ে পাঁচ মাস পর চালু হয়েছে। এটি আগে দিনে দুই বার খুলনা-বেনাপোল রুটে চলাচল করতো। তবে এটি করোনা ভাইরাসের কারণে ট্রেনটি দিনে একবার চলবে।

 

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ব্রাহ্মণবাড়িয়ায় মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে নিহত ১

নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২