ঢাকায়  রোববার  ডমিঙ্গো-কুক, পরগু গিবসন

ঢাকায়  রোববার  ডমিঙ্গো-কুক, পরগু গিবসন

বাংলাদেশ দলের অনুশীলনে যোগ দিতে আগামী রোববার (০৬ সেপ্টেম্বর) ঢাকায় আসবেন টাইগারদের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো ও ফিল্ডিং কোচ রায়ান কুক। রাত ১১টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে তাদের।

 

আর সোমবার (০৭  সেপ্টেম্বর) সকাল ৮টা ৪০মিনিটে ঢাকায় আসবেন টাইগারদের পেস বোলিং কোচ ওটিস গিবসন। শনিবার (০৫ সেপ্টেম্বর) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিমানবন্দর সমন্বয়ক ওয়াসিম খান।

তিনি জানিয়েছেন, এমিরেটস এয়ারলাইন্সে রোববার (০৬ সেপ্টেম্বর) রাত ১১টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে ডমিঙ্গো ও কুকের। আর ওটিস গিবসন অবতরণ  করবেন সোমবার (৭ সেপ্টম্বর) সকাল ৮টা ৪০ মিনিটে।

ঢাকায় এসে ১৪ দিনের কোয়ারেন্টিন শেষ করে টাইগারদের অনুশীলন যোগ দেবেন তারা। ইতোমধ্যেই ঢাকায় পৌঁছেছেন ট্রেনার নিক লি ও ফিজিও জুলিয়ান ক্যালেফাতো। টাইগারদের ব্যাটিং কোচ ক্রেইগ ম্যাকমিলান ও স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টরি নিউজিল্যান্ড থেকে সরাসরি শ্রীলঙ্গায় টাইগারদের অনুশীলনে যোগ দেবেন।

 

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

কুমিল্লার সাম্রাজ্য ভেঙে বরিশালের লঞ্চে বিপিএল ট্রফি

নির্বাচনে জেতার পরদিনই মিরপুরে অনুশীলনে সাকিব