পর্যটন করপোরেশনে কর্মচারীদের আর্থিক প্রণোদনার সুপারিশ

পর্যটন করপোরেশনে কর্মচারীদের আর্থিক প্রণোদনার সুপারিশ

ঢাকা: করোনার সময়ে পর্যটন করপোরেশনের অধীনে দৈনিক ভিত্তিতে কাজ করে এমন কর্মচারীদের আর্থিক প্রণোদনার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) একাদশ জাতীয় সংসদের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৩তম বৈঠকে এ সুপারিশ করা হয়৷

কমিটির সভাপতি র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

কমিটির সদস্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, তানভীর ইমাম, শেখ তন্ময় এবং সৈয়দা রুবিনা আক্তার বৈঠকে অংশগ্রহণ করেন।

“আকাশপথে পরিবহন (মন্ট্রিল কনভেনশন) বিল ২০২০”, বৈশ্বিক করোনা মহামারি প্রতিরোধে মন্ত্রণালয় কর্তৃক গৃহীত পদক্ষেপসমূহ এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের ২০২০-২০২১ সালের বাজেট ব্যবহার সম্পর্কে বৈঠকে বিস্তারিত আলোচনা করা হয়।

বৈঠকে “আকাশপথে পরিবহন (মন্ট্রিল কনভেনশন) বিল ২০২০” বিল সম্পর্কে মতামত প্রদানের জন্য জাতীয় সংসদ সচিবালয়ের আইন অধিশাখাকে পরামর্শ দেয়া হয় এবং বিলটি পরবর্তী বৈঠকে চূড়ান্ত করার জন্য কমিটি সিদ্ধান্ত গ্রহণ করে।

করোনাকালীন সময়ে পর্যটন করপোরেশনের অধীনে দৈনিক ভিত্তিতে কাজ করে এমন কর্মচারীদের আর্থিক প্রণোদনা দেয়ার জন্য কমিটি সুপারিশ করে।

বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যানসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

বাংলাদেশি কর্মীদের বেতন না দিয়ে শাস্তির মুখে মালয়েশিয়ান কোম্পানি

বিএনপি ইসরায়েল-নেতানিয়াহুর দোসর: পররাষ্ট্রমন্ত্রী