রাবির শিক্ষক কাজী জাহিদ মুক্তি পেলেন

রাবির শিক্ষক কাজী জাহিদ মুক্তি পেলেন

রাবি: মোহাম্মদ নাসিমের মৃত্যুর পর তাকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগে গ্রেফতার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক কাজী জাহিদুর রহমান মুক্তি পেয়েছেন।

গ্রেফতার হওয়ার ৭১ দিন পর বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে জামিনে তিনি রাজশাহী কারাগার থেকে মুক্তি পান।

 

শুক্রবার (২৮ আগস্ট) সকালে কাজী জাহিদ নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, হাইকোর্ট থেকে জামিন নিয়ে মুক্তি পেয়েছি। আদালত নিঃশর্ত মুক্তি দিয়েছেন। এখন বিশ্ববিদ্যালয় কোয়ার্টারের বাসায় আছি, ভালো ও সুস্থ আছি।

এর আগে, সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের মৃত্যুর পর তার আমলে স্বাস্থ্যখাতে নানা অনিয়ম হয়েছে উল্লেখ করে ফেসবুকে স্ট্যাটাস দেন কাজী জাহিদুর রহমান। এ ঘটনায় গত ১৭ জুন মতিহার থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন রাজশাহী নগরের বাসিন্দা অ্যাডভোকেট তাপস কুমার সাহা। ওই দিনগত রাত ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কোয়ার্টার থেকে কাজী জাহিদকে গ্রেফতার করে মতিহার থানা পুলিশ।

 

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

বেইলি রোডে আগুন: ভবনের ব্যবস্থাপকসহ চারজন রিমান্ডে

ঢাকা-৪ আসনের গেজেট প্রকাশ স্থগিত থাকবে: হাইকোর্ট