ব্যাটিং কোচের দায়িত্ব ছাড়লেন ম্যাকেঞ্জি

ব্যাটিং কোচের দায়িত্ব ছাড়লেন ম্যাকেঞ্জি

পারিবারিক কারণ দেখিয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন নেইল ম্যাকেঞ্জি। বৃহস্পতিবার (২০ আগস্ট) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-কে এক চিঠির মাধ্যমে পদত্যাগের বিষয়টি জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক এই ব্যাটসম্যান

শুক্রবার (২১ আগস্ট) ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ‘ক্রিকইনফো’কে বিষয়টি নিশ্চিত করে ম্যাকেঞ্জি বলেন, ‘হ্যাঁ, আমি পদত্যাগ করেছি। আসলে পরিবারকে সময় দেওয়ার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছি। এই করোনাকালে শিডিউল, সব ফরম্যাট নিয়ে কাজ করা এবং পরিবার থেকে দূরে থাকা সবমিলিয়ে আমার জন্য কঠিন হয়ে যাচ্ছিল। আমি টাইগারদের অংশ হওয়াটা খুব উপভোগ করেছি এবং বাংলাদেশ ক্রিকেটের জন্য আমার মনে সবসময় বিশেষ জায়গা থাকবে। আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি কারণ একদল অসাধারণ খেলোয়াড়দের সঙ্গে কাজ করেছি। ’

২০১৮ সালের জুলাইয়ে বাংলাদেশ ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের ব্যাটিং কোচ হিসেবে যোগ দেন ম্যাকেঞ্জি। সেই থেকে তার কাজ নিয়ে বেশ সন্তুষ্ট ছিল সবাই। তামিম ইকবাল, লিটন দাস এবং মাহমুদউল্লাহ রিয়াদরা তার কাজের প্রশংসা করেছেন। টাইগারদের পাশাপাশি তিনি নিজ দেশের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট লিগ এমজানসি সুপার লিগের দল জোজি স্টার্সের মেন্টর এবং পরামর্শক হিসেবে কাজ করেছেন।

বিসিবি’র সঙ্গে ম্যাকেঞ্জির চুক্তি ফুল-টাইমের জন্য ছিল না। দৈনিক ভিত্তিতে তাকে অর্থ পরিশোধ করা হতো। ফলে সাদা বলের সিরিজ শুরুর আগে এবং সিরিজ চলাকালীন তাকে পেতেন তামিমরা। এছাড়া বাংলাদেশ টেস্ট দলের সঙ্গেও কাজ করেছেন তিনি, তবে তা মাত্র একবার। গত বছর টাইগারদের ভারত সফরে দলের সঙ্গে গিয়েছিলেন তিনি। কিন্তু চলতি বছরের শুরুর দিকে লাহোরে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দলের সঙ্গে যাননি তিনি। ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজেই তাকে সর্বশেষ দেখা গেছে তাকে। আর সেটাই টাইগারদের সঙ্গে তার শেষ কাজ হয়ে রইলো।

 

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

রেড ক্রিসেন্টের নতুন চেয়ারম্যান অধ্যাপক উবায়দুল কবীর চৌধুরী

পুঁজিবাজারে সূচকের বড় পতন