সোনার বাংলা চলবে ২৭ আগস্ট থেকে

সোনার বাংলা চলবে ২৭ আগস্ট থেকে

চট্টগ্রাম: যাত্রী সংকটের কারণে বন্ধ হওয়া সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন ২৭ আগস্ট থেকে ফের চালু হচ্ছে। ওইদিন সোনার বাংলা ছাড়াও রেলওয়ে পূর্বাঞ্চলে নতুন করে যুক্ত হবে পাহাড়িকা/উদয়ন এক্সপ্রেস, চট্টলা এক্সপ্রেস ও একটি মেইল ট্রেন।

এর আগে ১৬ আগস্ট  বিজয় এক্সপ্রেস, মহানগর এক্সপ্রেস ও উপকূল এক্সপ্রেস ট্রেন চালু হয়। এর আগে সুবর্ণ, মেঘনা ও উদয়ন এক্সপ্রেস ট্রেন চলাচল শুরু করেছে। করোনার মধ্যে গত ৩১ মে  সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন চালু করা হয়েছিল। কিন্তু যাত্রীর অভাবে দুই সপ্তাহের মধ্যে তা বন্ধ করে দেওয়া হয়।

বিভাগীয় রেলওয়ে  ব্যবস্থাপক সাদেকুর রহমান বলেন, ৩১ আগস্ট থেকে রেলওয়ে পূর্বাঞ্চলের সব ট্রেন চালু হওয়ার কথা রয়েছে। ২৭ আগস্ট থেকে ১৮ জোড়া ট্রেন চালু হবে। এর মধ্যে রেলওয়ে পূর্বাঞ্চলে সোনার বাংলা, পাহাড়িকা/উদয়ন এক্সপ্রেস, চট্টলা এক্সপ্রেস ও একটি মেইল ট্রেন।

‘৫দিন আগে এসব ট্রেনের টিকিট অনলাইনে দেওয়া হবে। কোনো প্রকার স্ট্যান্ডিং টিকিট ইস্যু করা হবে না। স্বাস্থ্যবিধি মেনে দুই সিটের বিপরীতে একটি টিকিট বিক্রি করা হবে। ’

 

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

সারা দেশে ‘হিট স্ট্রোকে’ ৮ জনের মৃত্যু

কারাগারেও মাদকের আখড়া