শিক্ষক লাঞ্ছিত: ইউপি চেয়ারম্যানের বিচার দাবি

শিক্ষক লাঞ্ছিত: ইউপি চেয়ারম্যানের বিচার দাবি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কুশলী ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিজানুর রহমান গাজীকে লাঞ্ছিত করার প্রতিবাদে ও অভিযুক্ত ইউপি চেয়ারম্যান খালিদ হোসেন সিকদারের শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। কুশলী ইউনিয়নবাসী এ কর্মসূচি পালন করে।

আজ শনিবার বেলা ১১টায় টুঙ্গিপাড়া উপজেলার খালেকের বাজারে গোপালগঞ্জ- পিরোজপুর সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন হয়। এ সময় অভিযুক্ত ইউপি চেয়ারম্যান খালিদ হোসেন সিকদারের শাস্তির দাবিতে বিভিন্ন ধরনের লেখা প্লাকার্ড প্রদর্শন করেন মানবন্ধনকারীরা।

মানববন্ধনে ওই বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী অংশ নেন। মানববন্ধনে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি অহিদুজ্জামান সিকদার, অভিভাবক মো. নাসির উদ্দিন মোল্লা, শিক্ষার্থী আমেনা খানম, ইসরাত জাহান বক্তব্য দেন।

স্কুল মাঠে শিক্ষার্থীদের জন্য গ্যারেজ তৈরির জায়গা দেখার সময় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিজানুর রহমান গাজীকে লাঞ্ছিত করেন ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান খালিদ হোসেন সিকদার। এ ঘটনায় দ্রুত ইউপি চেয়ারম্যানের বিচারের দাবি জানান বক্তারা।

 

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ব্রাহ্মণবাড়িয়ায় মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে নিহত ১

নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২