মালির সেনা অভ্যুত্থানের ঘটনায় জাতিসংঘের নিন্দা

মালির সেনা অভ্যুত্থানের ঘটনায় জাতিসংঘের নিন্দা

মালিতে সেনা অভ্যুত্থানের পর ক্ষমতা গ্রহণ করেছে দেশটির সেনাবাহিনী। ইতোমধ্যে পদত্যাগ করেছেন দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম বোবাকার কেইতা। এমন ঘটনায় নিন্দা প্রকাশ করেছে জাতিসংঘ। পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশ থেকেও এই এই অভ্যুত্থানের ঘটনায় নিন্দা জানানো হয়েছে।

বুধবার জাতিসংঘের পক্ষ থেকে অভ্যুত্থানের সময় আটক হওয়া সকল সরকারি কর্মকর্তাদের দ্রুত মুক্তি এবং সাংবিধানিক শাসন পুনরায় ফিরিয়ে দেওয়ার জন্য মালির সেনাবাহিনীর প্রতি আহ্বান জানানো হয়।

এদিকে মালির সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে, তারা এভাবে ক্ষমতা গ্রহণ না করলে দেশটিতে আরো বিশৃঙ্খলা তৈরি হতো। মালিতে একটি নতুন নির্বাচন আয়োজন করা হবে বলেও জানিয়েছে দেশটির সেনাবাহিনী।

মালির অভ্যুত্থানের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। এক টুইট বার্তায় বুধবার তিনি ওই ঘটনার তীব্র নিন্দা জানান। এছাড়া ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোও মালিতে বেসামরিক সরকার ফেরানোর দাবি করেছেন।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজাদ কাশ্মীরে বিক্ষোভ, নিহত ৪

বিএনপি ইসরায়েল-নেতানিয়াহুর দোসর: পররাষ্ট্রমন্ত্রী