ভারতে তৈরি হতে পারে রাশিয়ার ভ্যাকসিন: রিপোর্ট

ভারতে তৈরি হতে পারে রাশিয়ার ভ্যাকসিন: রিপোর্ট

কিছুদিন আগেই বিশ্বের প্রথম করোনা ভ্যাকসিন ‘স্পুটনিক-৫’ নথিভুক্ত করেছে রাশিয়া। যদিও বিশ্বের অনেক দেশই এই ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে। এই ভ্যাকসিনটির উৎপাদন এবার হতে পারে ভারতে। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে-কে দেওয়া এক সাক্ষাতকারে এমনটাই জানিয়েছেন রাশিয়ার ভ্যাকসিনের অর্থায়নকারী সংস্থা ‘ডিরেক্ট ইনভেসমেন্ট ফান্ড’-এর নির্বাহী কর্মকর্তা কিরিল দিমিত্রিয়েভ।

সাক্ষাতকারে কিরিল দিমিত্রিয়েভ বলেন , ভ্যাকসিন উৎপাদন নিয়ে ভারতের সঙ্গে রাশিয়ার কথাবার্তা চলছে। ভারতীয় বিজ্ঞানী এবং ম্যানুফ্যাকচারারদের সঙ্গে রাশিয়ার খুবই ভালো বোঝাপড়া রয়েছে তারা আমাদের প্রযুক্তিটা বোঝে’। এছাড়া ভারতে করোনা ভ্যাকসিনের ট্রায়ালও রাশিয়া চালাতে চায় বলে জানিয়েছে দিমিত্রিয়েভ।

করোনা ভ্যাকসিনের প্রথম ব্যাচের উৎপাদন ইতিমধ্যেই শুরু করে দিয়েছে রাশিয়া। রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়কে উদ্ধৃত করে ইন্টারফাক্স নিউজ এজেন্সি জানিয়েছে এই তথ্য। জানা গেছে এই মাসের শেষেই প্রথম ব্যাচের উৎপাদন শেষ হবে। তৈরি হবে মোট ১০০ কোটি ডোজ।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

সারা দেশে ‘হিট স্ট্রোকে’ ৮ জনের মৃত্যু

কারাগারেও মাদকের আখড়া