অনিয়ম ও চাঁদাবাজি বন্ধের দাবি নৌ সেক্টরের

অনিয়ম ও চাঁদাবাজি বন্ধের দাবি নৌ সেক্টরের

ঢাকানৌ-শ্রমিক ও নৌ সেক্টরের অব্যবস্থাপনা, অনিয়ম ও চাঁদাবাজি বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ কার্গো ট্রলার বাল্কহেড শ্রমিক ইউনিয়ন।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম বেপারীর সভাপতিত্বে বক্তব্য রাখেন অন্যান্য নেতাকর্মীরা।

বক্তারা বলেন, বাংলাদেশের নদী পথের সিলেট ও সুনামগঞ্জ অঞ্চল ছাড়াও বিভিন্ন নৌপথে ও ঘাটে বন্দরে ভুয়া ইজারাদারসহ নিয়মিত অনিয়মিত চাঁদাবাজদের দ্বারা নৌ-শ্রমিকরা হয়রানির শিকার হচ্ছেন। এ দুর্নীতি পরায়ন দুষ্কৃতিকারীদের হাত থেকে পরিত্রান ও নৌ সেক্টর রক্ষা এখন একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে।

বিভিন্ন সংস্থার দেওয়ার টোল-ট্যাক্স ইজারার নামে নৌ শ্রমিকদের মারধর ও ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি করছে কিছু চক্র। এ অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনা দূর করতে হবে। একই সঙ্গে মালিকপক্ষকে নৌ শ্রমিকদের নিয়োগপত্র দিতে হবে।

তারা বলেন, মিরপুর-গাবতলী-আশুলিয়া- রুস্তমপুর এলাকায় নদীর দুই পাড়ে বেঁধে রাখা জাহাজগুলোর কারণে নৌযান চলাচলে বিঘ্ন হয় এবং অচলাবস্থার সৃষ্টি হয়। এ গ্যাদারিং অচিরেই দূর করা প্রয়োজন।

মানববন্ধনে বলা হয়, ঢালাওভাবে সব ছোট-বড় বাল্কহেড কার্গো-ট্রলারে তৃতীয় শ্রেণির মাস্টার বা মাস্টার ড্রাইভার দিয়ে সার্ভিস রেজিস্ট্রেশনের ব্যাপারে নির্দেশনা চাপিয়ে না দিয়ে আলাপ-আলোচনার মাধ্যমে একটা ক্যাটাগরি বা সিস্টেমে করা প্রয়োজন। এতে ছোট-বড় নির্ণয় করে একেবারে ছোট ট্রলারগুলোকে আলাদা সার্টিফিকেট দিয়ে সার্ভের চলমান প্রক্রিয়া অব্যাহত রাখতে হবে। প্রয়োজনে সাময়িক চলার জন্য একটি নীতিমালা ও দীর্ঘমেয়াদি বা স্থায়ীভাবে চলার একটা ধারাবাহিক নীতিমালা নেওয়া যেতে পারে।

কর্মসূচি থেকে নৌ-শ্রমিকদের এবং নৌ সেক্টরের অব্যবস্থাপনা দূর করার প্রসঙ্গে ১০ দফা দাবি তুলে ধরা হয়। এছাড়া এ ১০ দফা দাবি মেনে না নিলে আগামীতে আন্দোলন বা কর্মবিরতির মতো কর্মসূচি দেওয়া হবে বলেও জানানো হয়।

 

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ফ্যাসিবাদের কারখানা ছিল মাদারীপুর: নাছির উদ্দিন নাছির

মাদকের টাকার জন্য মা’কে হত্যা: নিজেই পুলিশের হাতে ধরা দিলেন ছেলে