কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন সদর উপজেলার বড়দেশ্বরী এলাকায় টাঙ্গন নদীতে খনন করার সময় একটি কষ্টি পাথরের মূর্তি পাওয়া গেছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে ওই মূর্তিটি উদ্ধার করে খনন কাজে নিয়োজিত শ্রমিকরা।

ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোডের্র নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম জানান, টাঙ্গন নদীতে স্কেবেটর দিয়ে খনন করার সময় ওই মূর্তিটি মেশিনে লাগলে স্কেবেটর চালক ও শ্রমিকরা ওই মূর্তিটি পায় এবং শনিবার সকালে তারা সেটি পানি উন্নয়ন বোর্ডে জমা করে। মূর্তিটির ওজন অনুমান ৫ কেজি।

২১নং ঢোলার হাট ইউপি চেয়ারম্যান সীমান্ত কুমার বর্মন নির্মল জানান, মূর্তিটি পাওয়ার পর শ্রমিকরা স্থানীয় এক লোকের সঙ্গে মিলে তা গোপনে বিক্রির চেষ্টা চালায়।

খবর পেয়ে রাতে পুলিশ শহিদুল ইসলামসহ স্কেবেটর চালককে খুঁজতে থাকে। তারা রাতে আত্মগোপন করলে রুহিয়া থানার পুলিশ একজন শ্রমিককে আটক করে। পরে অবস্থা বেগতিক দেখে তারা মূর্তিটি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর হাতে হস্তান্তর করে।

নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম জানান, মূর্তিটি বর্তমানে তাদের হেফাজতে রয়েছে। ইতোমধ্যে প্রশাসনকে পত্র দেওয়া হয়েছে রবিবার জেলা প্রশাসনের হাতে তুলে দেওয়া হবে।

 

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণের ব্যাপারে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করার নির্দেশনা

সলঙ্গায় সপ্তম শ্রেণীর স্কুল ছাত্রী ধর্ষণ, থানায় মামলা