ইসলামী আন্দোলনের শীর্ষ নেতা সৈয়দ ফয়জুল করীমের আসনে প্রার্থী দেবে না জামায়াত

ইসলামী আন্দোলনের শীর্ষ নেতা সৈয়দ ফয়জুল করীমের আসনে প্রার্থী দেবে না জামায়াত

সমাচার ডেস্ক: বরিশাল-৫ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। আর ওই আসনে তাকে সমর্থন দিয়ে দলীয় প্রার্থী না দেওয়ার ঘোষণা দিয়েছে জামায়াত।

আজ রবিবার রাতে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ ঘোষণা দেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

জামায়াতের নায়েবে আমির বলেন, ‘জোটে না থাকলেও ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম যে আসনে নির্বাচন করবেন তার সম্মানে ওই আসনে আমরা দলীয় প্রার্থী দেব না। আমাদের যে প্রার্থী ওই আসনে মনোনয়ন জমা দিয়েছেন তিনি তা প্রত্যাহার করে নেবেন।’

প্রসঙ্গত, ওই আসনে জামায়াতের প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।

..

Leave a reply

Minimum length: 20 characters ::