মাদারীপুর-১ ও ২ আসন থেকে বিএনপির মনোনয়ন পেলেন নাদিরা মিঠু চৌধুরী ও জাহান্দার আলী

মাদারীপুর-১ ও ২ আসন থেকে বিএনপির মনোনয়ন পেলেন নাদিরা মিঠু চৌধুরী ও জাহান্দার আলী
মাদারীপুর জেলা প্রতিনিধি: মাদারীপুর-১ (শিবচর) আসন থেকে বিএনপির মনোনয়ন পেলেন নাদিরা মিঠু চৌধুরী ও মাদারীপুর-২ আসন থেকে পেয়েছেন জাহান্দার আলী খান।  বৃহস্পতিবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীর তালিকা ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
জানা গেছে, শিবচর উপজেলা গঠিত মাদারীপুর-১ আসন। শিবচর উপজেলার ১৮ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভা নিয়ে গঠিত পদ্মা-আড়িয়াল খাঁ বিধৌত এক জনপদ। এই আসনে এর আগে শিবচরে উপজেলা বিএনপির সদস্য কামাল জামান মোল্লাকে মনোনয়ন দেয়া হয়। মনোনয়ন দেয়ার পরদিন বিকেলেই প্রার্থীতা স্থগিত করে বিএনপির হাইকমান্ড। এরপর বৃহস্পতিবার ৪ ডিসেম্বর দুপুরে মাদারীপুর জেলা বিএনপির সদস্য ও  শিবচর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নাদিরা মিঠু চৌধুরীকে মনোনয়ন দেয়া হয়।
উল্লেখ্য, উপজেলার ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারের সদস্য নাদিরা মিঠু চৌধুরীর শ্বশুর মরহুম শামসুল হুদা চৌধুরী বাদশা মিয়া স্বাধীনতা পরবর্তী সময়ে বিএনপি’র ধানের শীষ প্রতীকে মাদারীপুর-১ আসনে নির্বাচন করে সংসদ সদস্য নির্বাচিত হন। তার মৃত্যুর পর তার ছোট ভাই মরহুম আলতাফ হোসেন চৌধুরী এ আসনের সংসদ সদস্য হন। পরবর্তীতে নাদিরা আক্তারের স্বামী উপজেলা বিএনপি’র বলিষ্ঠ নেতা মরহুম নাজমুল হুদা মিঠু চৌধুরী এ আসনে নির্বাচন করেন। তার মৃত্যুর পর নাদিরা মিঠু চৌধুরী সরাসরি রাজনীতিতে অংশগ্রহণ করেন।
এদিকে মাদারীপুর সদর উপজেলার ১০টি ইউনিয়ন, একটি পৌরসভা ও রাজৈর উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত মাদারীপুর-২ আসন। এই আসনে বিএনপি থেকে মনোনয়ন দেয়া হয়েছে মাদারীপুর জেলা বিএনপির সদস‌্য সচিব জাহান্দার আলী জাহান।
জাহান্দার আলী জাহান ১৯৭৯ সাল থেকে ৯৩ সাল পর্যন্ত ছাত্রদলের কলেজ কমিটি, পৌরসভা কমিটি, থানা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৯৮১-৮২ সেশনে সরকারী নাজিমউদ্দিন কলেজের ছাত্র-ছাত্রী সংসদের জিএস নির্বাচিত হয়েছিলেন। জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসাবে ২ বার দায়িত্ব পালন করেছেন। তিনি জেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।  বর্তমানে তিনি জেলা বিএনপির সদস‌্য সচিবের দায়িত্ব পালন করছেন। মাদারীপুর-১ ও ২ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা করায় আনন্দ মিছিল করেছে দলটির নেতাকর্মীরা।
..

Leave a reply

Minimum length: 20 characters ::