আশরাফুল আলম সরকার,গাজীপুর জেলা প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে এক নারী মালিকের পৈত্রিক জমিতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ১২ জনকে নামীয় এবং অজ্ঞাতনামা আরও ৪০–৫০ জনকে আসামি করে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন হাজী আব্দুল গনির কন্যা মোছাঃ মাকসুরা (৫৫)। তিনি শ্রীপুর থানাধীন বাউনী, সাং—বেড়াইদেরচালা এলাকার মৃত হামিদুল ইসলামের স্ত্রী।
আফজাল হোসেন (৩৫), উদয় সরকার (৩০), তারেক সরকার (৩২), নূরুল হুদা (২৫) (সর্ব পিতা মৃত আঃ ওহাব সরকার), আঃ রউফ ও শিমু (৪০) (পিতা মৃত আঃ ওয়াদুদ বেপারী), আমিনুল (৫৫), আঃ রহমান (৫৩), খোশরুল আলম দুলা মিয়া (৫০) (পিতা মৃত আঃ বারেক), বাতেন বেপারী (৬০) (পিতা মৃত হাজী আঃ গণি), মোঃ শামীম বেপারী (৪০), মোঃ শাকিল (৩৫) (উভয় পিতা বাতেন বেপারী) ও আঃ হাই (৫৫) (পিতা অজ্ঞাত, সাং- বহেরারচালা)।
এছাড়া অজ্ঞাত আরও ৪০-৫০ জন এ ঘটনায় জড়িত বলে অভিযোগকারীর দাবি
অভিযোগে তিনি উল্লেখ করেন, শ্রীপুরের ৭নং কেওয়া মৌজার এসএ ৫৯২, আরএস ১৪৩, এসএ ১২৪৮, ১২৪৯ এবং আরএস ১০৪৫৯ দাগসহ মোট ৪ একর ৪৯ শতাংশ জমি পৈত্রিক সূত্রে তার মালিকানা। এ নিয়ে পূর্বে গ্রাম আদালতে অভিযোগ করলে শ্রীপুর পৌরসভার মেয়র তার পক্ষে রায় দেন। তিনি ওই জমিতে টিনসেড ঘর নির্মাণ করে ভোগদখলেও আছেন বলে জানান।
সম্প্রতি ভবন নির্মাণের জন্য ইট, বালি, সিমেন্ট, রড এনে রাখলে বিবাদীরা জমিতে অনধিকার প্রবেশ করে কাজ বন্ধ করে দেওয়ার হুমকি ও খুনজখমের ভয় দেখাতে থাকে।গত ২ ডিসেম্বর রাত সাড়ে ১০টার দিকে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আসামিরা তার জমিতে প্রবেশ করে বলে অভিযোগে উল্লেখ রয়েছে।
২০০ বস্তা সিমেন্ট — ১ লাখ টাকা ৩ টন রড — ৩ লাখ ২০ হাজার টাকা টিন, বাঁশ, খুটি ৫ লাখ টাকা
এছাড়া টিনসেড ঘরের বেড়া কুপিয়ে ও ভেঙে ফেলে আরও ৩ লাখ টাকার ক্ষতি হয় বলে অভিযোগকারীর দাবি।
তার ছেলে সবুজ (৪২), মাসুম (৩৫) এবং মেয়ে মনিরা (৩৮) বাধা দিতে এগিয়ে এলে তাদের প্রাণে হত্যার উদ্দেশ্যে ধাওয়া করা হয়। স্থানীয়রা এগিয়ে এলে বিবাদীরা ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায় বলেও অভিযোগে বলা হয়।
ঘটনার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
ভুক্তভোগী মোছাঃ মাকসুরা অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং তার জমির নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহম্মদ আব্দুল বারিক পিপিএম জানান অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইন অনুক ব্যবস্থা গ্রহণ করা হবে
..