রাবি প্রতিনিধি:“ক্লিন ক্যাম্পাস, সেইভ ক্যাম্পাস”—এই স্লোগানকে সামনে রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শুরু হয়েছে পরিচ্ছন্নতা অভিযান। ক্যাম্পাসকে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব রাখার লক্ষ্যে বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বর থেকে এ কর্মসূচি শুরু হয়। এতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পাশাপাশি স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয় পরিবেশবাদী সংগঠন “গ্রীন ভয়েস”।
পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সালেহ্ হাসান নকীব। তিনি বলেন, “আমরা যেমন ব্যক্তিগতভাবে পরিচ্ছন্ন থাকার চেষ্টা করি, তেমনি আমাদের প্রিয় ক্যাম্পাসকেও পরিচ্ছন্ন রাখা উচিত। এটি শুধু প্রশাসনের দায়িত্ব নয়, বরং বিশ্ববিদ্যালয়ের প্রতিটি সদস্যের দায়িত্ব। ক্যাম্পাস পরিষ্কার থাকলে আমরা সবাই সুস্থ ও সুন্দর পরিবেশে থাকতে পারব।”
তিনি আরও বলেন, “সপ্তাহব্যাপী এই কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে, যাতে ভবিষ্যতেও তারা ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখার অভ্যাস গড়ে তুলতে পারে।”
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোহাম্মদ মাঈন উদ্দিন। তিনি বলেন, “রাজশাহী বিশ্ববিদ্যালয়কে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব রাখতে হলে শিক্ষার্থীদের মধ্যে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। শিক্ষার্থীরা সচেতন হলেই ক্যাম্পাসের পরিবেশ সুন্দর ও বসবাসযোগ্য থাকবে।”
এসময় আরও উপস্থিত ছিলেন ছাত্র উপদেষ্টা প্রফেসর আমিরুল ইসলাম কনক, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার, প্রক্টর প্রফেসর ড. মাহবুবর রহমানসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
পরিচ্ছন্নতা কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষক-শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।