খাদিজা আক্তার, বান্দরবান:: পাহাড় কন্যা খ্যাত পর্যটন নগরী বান্দরবান ভ্রমনে পর্যটকদের আকর্ষন বাড়াতে বিশেষ ছাড় ঘোষণা করেছে বান্দরবানের পর্যটন সংশ্লিষ্ট সকল সেক্টরের ব্যবসায়ীগণ। বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে হোটেল গ্র্যান্ডভ্যালী কনফারেন্স রুমে পর্যটন কেন্দ্রসমূহ উন্মুক্তকরণ বিষয়ক সংবাদ সম্মেলন এ ঘোষণা দেন বান্দরবান পার্বত্য জেলা পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী সমন্বয় পরিষদ।
ভ্রমণে আকৃষ্ট করার জন্য বান্দরবানে আবাসিক হোটেলে ৩৫%, রিসোর্টে ২৫%, খাবার হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে ১০%, জিপ, কার, মাইক্রোবাস, সিএনজি, মাহিন্দ্রা গাড়িতে ২০% এবং ন্যাচারাল পার্ক ভ্রমনে ৫০% ছাড় ঘোষণা করে লিখিত বক্তব্য পাঠ করেন আবাসিক হোটেল রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন।
লিখিত বক্তব্যে তিনি জানান, বৃহস্পতিবার থেকে ৩০ নভেম্বর পর্যন্ত এ ছাড় দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী সমন্বয় পরিষদের আহ্বায়ক মো. নাছিরুল আলম, সদস্য সচিব মো. সিরাজুল ইসলাম, জেলা প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, হোটেল রেস্তোরা মালিক সমিতির সভাপতি মো. গিয়াস উদ্দিনসহ পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী ও বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
বুধবার (৬ অক্টোবর) সকালে জেলা প্রশাসক শাহ মোজাহিদ সংবাদ সম্মেলনের মাধ্যমে জানান ৭ নভেম্বর হতে বান্দরবান সদর, লামা, আলীকদম, নাইক্ষ্যংছড়ি সাথে চিম্বুক ও নীলগিরি পর্যটনকেন্দ্র উন্মুক্ত থাকবে তবে অন্য তিনটি উপজেলা রুমা, রোয়াংছড়ি ও থানচিতে ভ্রমণ নিরুৎসাহিত করণ বহাল থাকবে। পর্যবেক্ষণ শেষে তিন উপজেলা ভ্রমনের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
বিশেষছাড় ঘোষণাপর সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। পর্যটকদের আকর্ষণ বাড়াতে ছাড়ের পাশাপাশি বাজার মনিটর, পর্যটন সেবায় নিয়োজিত ব্যক্তিদের ভালো ব্যবহার, মানসম্মত সেবা এবং অতিরিক্ত মূল্য যাতে কেউ চাপিয়ে না দেয় এসকল বিষয় নিশ্চিতকরনের বিষয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবসায়ীদের অনুরোধ করেন।