পাবজিসহ ২২৪ চীনা অ্যাপ নিষিদ্ধ

পাবজিসহ ২২৪ চীনা অ্যাপ নিষিদ্ধ

ভারতে নিষিদ্ধ হয়ে ঘোষণা করা হল জনপ্রিয় গেমিং অ্যাপ পাবজি (PUBG)। সেইসঙ্গে শতাধিক অ্যাপ নিষিদ্ধ ঘোষণা করল নরেন্দ্র মোদি সরকার। মোট ১১৮টি চীনা অ্যাপ ব্যান করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। খবর এনডিটিভির।

ভারতের কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এইসব অ্যাপ ভারতের সার্বভৌমত্বের পরিপন্থী। তাই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত মাসে ৪৭ টি ও এর আগে ৫৯ টি চীনা অ্যাপ নিষিদ্ধ করে ভারত সরকার। তখন থেকেই ভারতের নজরে ছিল এই জনপ্রিয় অনলাইন গেম অ্যাপ পাবজিও। এখন পর্যন্ত ভারত টিকটক, উইচ্যাট ও ইউসি ব্রাউডারসহ ২২৪ চীনা অ্যাপ নিষিদ্ধ করেছে। ফলে ভারতের এই সিদ্ধান্ত চীন বড়সড় ধাক্কা খেয়েছে বলেই মনে করা হচ্ছে।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ইরানে ইসরায়েলের হামলা নিয়ে কড়া প্রতিক্রিয়া জানাল সৌদি আরব

মেক্সিকোতে বাস খাদে পড়ে ১৯ জন নিহত