ডাক অধিদপ্তরের সাবেক মহাপরিচালক শুধাংশু শেখর ভদ্রকে গ্রেপ্তার 

ডাক অধিদপ্তরের সাবেক মহাপরিচালক শুধাংশু শেখর ভদ্রকে গ্রেপ্তার 
নিউজ ডেস্ক : ডাক অধিদপ্তরের সাবেক মহাপরিচালক শুধাংশু শেখর ভদ্রকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে আসামি শুধাংশু শেখর ভদ্র, সাবেক-মহাপরিচালক ও প্রকল্প পরিচালক পোস্ট-ই-সেন্টার ফর রুরাল কমিউনিটি শীর্ষক প্রকল্প, বাংলাদেশ ডাক বিভাগ, জিপিও, ঢাকা: (২) মোস্তাক আহমেদ, ডেপুটি পোস্টমাস্টার জেনারেল ও সহকারী প্রকল্প পরিচালক, পোস্ট-ই-সেন্টার ফর রুরাল কমিউনিটি শীর্ষক প্রকল্প, বাংলাদেশ ডাক বিভাগ, জিপিও, ঢাকাদ্বয়ের বিরুদ্ধে অসৎ উদ্দেশ্যে পরস্পর যোগসাজশে সরকারি ক্ষমতার অপব্যবহার পূর্বক অপরাধজনক বিশ্বাস ভঙ্গের মাধ্যমে ‘পোস্ট ই-সেন্টার ফর রুরাল কমিউনিটি’ শীর্ষক প্রকল্পের আওতায় বরাদ্দকৃত ১৫ কোটি ১১ লাখ ৪২ হাজার টাকার ৫০০ টি এইচইপি সার্ভার এন্ড ইউপিএস ক্রয় পূর্বক তা ব্যবহার না করে সরকারি অর্থ ও বাজেট ব্যবস্থাপনা আইন, ২০০৯ এর ২৩ ধারা লঙ্ঘন পূর্বক সরকারি অর্থের অপব্যবহার করে দণ্ডবিধির ৪০৯/১০৯ এবং ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় তাদের বিরুদ্ধে বর্ণিত ধারায় গত ২০ আগসঁট একটি নিয়মিত মামলা রুজু করা হয়।

Leave a reply

Minimum length: 20 characters ::