খুলনায় বোমা সদৃশ বস্তু

খুলনায় বোমা সদৃশ বস্তু

খুলনা মহানগরীর খানজাহান আলী থানার আফিলগেটে সৌদি প্রবাসী মো. সিরাজুল ইসলামের বাসার সামনে ককটেল সদৃশ বস্তু ঘিরে রেখেছে পুলিশ। কেউ বলছেন, এটা ককটেল আবার যেহেতু তার রয়েছে তাই কেউ বলছেন বোমা।

এ নিয়ে এলাকার মানুষের মধ্যে কৌতুহল ও আতঙ্ক বিরাজ করছে।

বুধবার (১৯ আগস্ট) প্রায় দিনভর ঘিরে রাখা বস্তুটি ঢাকা থেকে একটি পুলিশের টিম এসে উদ্ধার করবে।

খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, ঘটনাস্থল পুলিশে ঘিরে রেখেছে। ঢাকা থেকে পুলিশের একটি টিম এসে ওই বোমা সদৃশ বস্তুটি উদ্ধার করবে।

জানা যায়, বুধবার সকাল ১০টার দিকে প্রবাসী সিরাজুল ইসলামের স্ত্রী বুলবুলি বেগম বাসা থেকে বের হয়ে লাল টেপ দিয়ে পেচানো বোমার মতো একটি বস্তু দেখতে পান। এ সময় বিষয়টি তিনি স্থানীয়দের মাধ্যমে থানায় জানান। খবর পেয়ে খানজাহান আলী থানার ওসি মো. কবির হোসেন ঘটনাস্থলে পৌঁছান। দুপুর ১ টার দিকে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) ডিসি নর্থ মোল্লা জাহাঙ্গীর হোসেন, দৌলতপুর জোনের সহকারী পুলিশ কমিশনার বায়জিদ ইবনে আকবার ও র‌্যাব ৬ এর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

সারা দেশে ‘হিট স্ট্রোকে’ ৮ জনের মৃত্যু

কারাগারেও মাদকের আখড়া